যশোর প্রতিনিধি। যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) সদস্যরা সোমবার (১০ ফেব্রুয়ারি) সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য আটক করেছেন। এর মধ্যে রয়েছে ফেনসিডিল, শাড়ি, কম্বল, তৈরি পোশাক, কিসমিস, বিভিন্ন প্রকার চকলেট, সন পাপড়ী, ঔষধ এবং কসমেটিক্স সামগ্রী।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শাহজাদপুর বিওপি, আমড়াখালী চেকপোস্ট, বোনাপোল বিওপি এবং বেনাপোল আইসিপির সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান চালানো হয়। অভিযানে ৭১ লাখ ৩৮ হাজার ২০ টাকা মূল্যের ভারতীয় পণ্য জব্দ করা হয়।
বিজিবি আরও জানায়, চোরাকারবারীরা শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত থেকে এসব পণ্য বাংলাদেশে পাচার করছিল। আটকের পর জব্দকৃত মালামাল কাস্টমসে জমা দেওয়া হয়েছে।