সাতক্ষীরা প্রতিনিধি। সুন্দরবনের দুবলার চর এলাকা থেকে অপহৃত ১৫ জেলের মধ্যে ৯ জনকে মুক্তি দিয়েছে ডাকাতরা। মুক্তিপণ হিসেবে মাথাপিছু ২ লাখ ৮৫ হাজার টাকা দেওয়ার পর বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) রাত ৩টার দিকে জেলেরা বাড়ি ফেরেন। তবে এখনও ৬ জন জিম্মি রয়েছেন, কারণ তাদের পরিবারের কাছে মুক্তিপণ দেওয়ার মতো অর্থ নেই।
ফিরে আসা জেলেরা সাতক্ষীরা জেলার আশাশুনি ও শ্যামনগর উপজেলার বাসিন্দা। তারা হলেন- অজাহারুল ইসলাম, আলমগীর হোসেন, হাফিজুর রহমান, শাহীনুর আলম, রাসেল, শাহাজান ঢালী, নুরে আলম এবং শাহ্ আলম।
অপহৃত জেলেদের মধ্যে ৩ জন আশাশুনি উপজেলার চাকলা গ্রামের বাসিন্দা। তারা হলেন- জাহাঙ্গীর আলম, অরাফাত হোসেন ও শাহাজান গাজী। শাহাজান গাজীর স্ত্রী নাজমা খাতুন জানান, মুক্তিপণ জোগাড় করতে না পারায় তার স্বামীকে এখনও ছাড়েনি ডাকাতরা। তিনি স্বামীর মুক্তির জন্য সবার সাহায্য চেয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, মুক্তিপণের টাকা পাওয়ার পরই ডাকাতরা জেলেদের চোখ বেঁধে সুন্দরবনের ভেতরে থেকে সাতক্ষীরার শ্যামনগরের মুন্সিগঞ্জ এলাকায় এনে ছেড়ে দেয়। সেখান থেকে জেলেরা রাতে বাড়ি পৌঁছান।
এদিকে, জেলেরা ফিরে আসার পর স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা গেছে। তারা প্রশ্ন তুলেছেন, ঘটনার তিন সপ্তাহ পরেও কেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ডাকাতদের ধারে কাছেও যেতে পারেনি? অথচ জেলেদের পরিবার নিয়মিত ডাকাতদের সঙ্গে যোগাযোগ রেখেছে এবং বিকাশে মুক্তিপণের টাকা লেনদেন করেছে।
প্রসঙ্গত, গত ২৭ জানুয়ারি সুন্দরবনের দুবলার চরে দয়াল বাহিনীর সদস্যরা জেলেদের ওপর হামলা চালায় এবং ১৫ জন জেলেকে অপহরণ করে। জেলেরা তিনজন ডাকাতকে ধরে ফেললেও বাকিরা জেলেদের ধরে নিয়ে যেতে সক্ষম হয়।