প্রতিনিধি, শ্যামনগর (সাতক্ষীরা)। সুন্দরবন দিবস ২০২৫ উদযাপন উপলক্ষ্যে র্যালি, আলোচনা সভা ও ছাত্র-ছাত্রীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে। ১৪ ই ফেব্রুয়ারি শুক্রবার সামাজিক বন বিভাগ, বুড়িগোয়ালিনী রেঞ্জ অফিস, শ্যামনগর এর সমন্বয়ে কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক) এবং ব্রেকিং দ্য সাইলেন্স (বিটিএস) বাস্তবায়িত বিডফরসিজে প্রকল্পের সহয়তায় “সুন্দরবন দিবস ২০২৫” পালন করা হয়।
শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা রনী খাতুন, পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী রেঞ্জ কর্মকর্তা হাবিবুল ইসলাম, বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা জিয়াউর রহমান, সিআরপি সদস্য, ভলান্টিয়ারবৃন্দ, সাংবাদিকবৃন্দ, স্কুলের ছাত্র-ছাত্রী বৃন্দ, বিভিন্ন পেশাজীবী মানুষ, বনজীবী ও সুশীল সমাজের কর্মকর্তা কর্মচারী উপস্থিতিতে একটি বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও ৭০জন ছাত্রছাত্রীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রনী খাতুন বলেন, সুন্দরবনকে আরো ভালোভাবে সংরক্ষণ করার প্রয়োজন রয়েছে। যাতে শ্যামনগরের এই রেঞ্জ একটি দর্শনীয় স্থানে পরিণত হয়। কেউ যেন সুন্দরবনকে অপব্যবহার না করতে পারে। প্লাস্টিক এবং বর্জ্য না ফেলতে পারে এবং অহেতুক আহরণ না করতে পারে সেদিকে সংশ্লিষ্ট সবাইকে তিনি সচেষ্ট থাকার জন্য আহ্বান করেন।
কোডেকের প্রজেক্ট অফিসার মো: রাসেল আমীন সুন্দরবনের পটভূমি, কি কি কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে, আমাদের উপর এর প্রভাব, কিভাবে পুন:রুদ্ধার করা যাবে এবং কি কি অভ্যাস ত্যাগ করা প্রয়োজন তা নিয়ে আলোচনা করেন। এবং বিটিএস এর পক্ষে আব্দুল খালেক, প্রজেক্ট অফিসার বিডফরসিজে প্রজেক্টের উদ্দেশ্য, সুন্দরবন সংরক্ষণ এবং বনায়ন বৃদ্ধির জন্য প্রজেক্টের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন।