বাঘারপাড়া প্রতিনিধিঃ বৃহস্পতিবার (৫অক্টোবর) সকাল ১১ টার দিকে উপজেলার নারিকেলবাড়িয়া বাজারে সার ব্যবসায়ী পবিত্র সাহার দোকানে অভিযান চালিয়ে প্রায় একলক্ষ টাকার ভেজাল দস্তা সার ধ্বংস করেছে ভ্রাম্যমান আদালত।
ভ্রাম্যমান আদালত,গত ৫ অক্টোবর ভেজাল সার বিক্রী করার অপরাধে ওই বাজারের সার ব্যবসায়ী পবিত্র সাহাকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। সেসময় বিপুল পরিমান ভেজাল সার জব্দ করেন আদালত। আদালত ওইসময় জব্দকৃত সারের নমুনা সংগ্রহ করে তার ব্যবসা প্রতিষ্ঠান তালাবন্ধ করে দেয়।
সংশ্লিষ্ট প্রশাসন সংগৃহীত সারের নমুনা পরীক্ষার জন্য যশোর ল্যাবে পাঠান । পরীক্ষায় জব্দকৃত সারের মধ্যে শুধুমাত্র দস্তা সার ভেজাল প্রমানিত হওয়ায় এদিন ২৮৪১ কেজি সার ধ্বংস করে দেয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানিয়া আফরোজ। এসময় উপস্থিত ছিলেন,কৃষিকর্মকর্তা রুহুল আমিন, কৃষি অফিসের উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা আবু দাউদ ,উপ-সহকারী কৃষি কর্মকর্তা আব্দুল করিম ও সালমা খাতুন ও নারিকেল বাড়িয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এএসআই জামাল উদ্দিন।
নারিকেল বাড়িয়া উপ-সহকারী কৃষি কর্মকর্তা আব্দুল করিম জানান,আটকৃত দস্তা সার হচ্ছে,নিউ লিমা জিংক ,আমেরিকান জিংক,টরি জিংক,বাম্পার মনো জিংক, গ্রোজিংক , স্যান্ডোজ মনো জিংক ও কৃষক বন্ধু মার্কা। ধ্বংস করা সারের আনুমানিক মূল্য প্রায় ১ লক্ষ টাকা।