নিজস্ব প্রতিনিধি।
ঢাকা থেকে প্রকাশিত জাতীয়, দৈনিক নিরপেক্ষ পত্রিকা -এর শ্যামনগর উপজেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন সংবাদকর্মী এম এ হালিম। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিকালে ঢাকা নয়াপল্টন কার্যালয়ে পত্রিকাটির বার্তা সম্পাদক সৈয়দ রেফাত সিদ্দিকী তার হাতে নিয়োগপত্র তুলে দেন।
এম এ হালিম শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের নীলডুমুরের আমজাদ হোসেন মোল্লার ছেলে। ২০১১ সালে থেকে, সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক পত্রদূত পত্রিকার উপকূলীয় অঞ্চল প্রতিনিধি হিসেবে তিনি সাংবাদিকতা শুরু করেন।
পরে উপকূলীয় বার্তা এর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। এম এ হালিম পেশাগত দায়িত্ব পালনে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।