টেলিগ্রাফ ডেস্ক।
ইউক্রেনে সামরিক সাহায্য পাঠানো আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নিল আমেরিকা। রাশিয়ার সঙ্গে সংঘর্ষবিরতি চুক্তিতে রাজি হওয়ার জন্য ভলোদিমির জ়েলেনস্কিকে ‘চাপে রাখতে চাইছেন’ ডোনাল্ড ট্রাম্প।
হোয়াইট হাউসের আধিকারিক সূত্রকে উদ্ধৃত করে সংবাদসংস্থা এএফপি জানিয়েছে, ট্রাম্পের সঙ্গে ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জ়েলেনস্কির যৌথ বিবৃতি ভেস্তে যাওয়ার পর থেকে আতশকাচের তলায় রয়েছে দু’দেশের কূটনৈতিক সম্পর্ক।
রাশিয়ার সঙ্গে যুদ্ধ বন্ধ করতে ইউক্রেনকে ‘চাপে রাখার জন্যই’ আমেরিকার এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে।
হোয়াইট হাউসের নাম প্রকাশে অনিচ্ছুক এক আধিকারিক এএফপি-কে বলেন, “শান্তি ফেরানোর লক্ষ্যে স্থির রয়েছেন প্রেসি়ডেন্ট (ট্রাম্প)। আমরা চাই আমাদের বন্ধুরাও সেই একই লক্ষ্যে স্থির থাকুক। আমরা তাই আপাতত সাহায্য (ইউক্রেনকে সামরিক সাহায্য) বন্ধ রেখে তা পর্যালোচনা করছি, যাতে এর মাধ্যমে কোনও সমাধানের পথ বেরোয়।”
এই অবস্থায় ইউক্রেনকে সামরিক সাহায্য আপাতত বন্ধ রেখে শান্তিচুক্তির জন্য চাপ তৈরি করতে চাইছে আমেরিকা। ট্রাম্প প্রশাসনের নাম প্রকাশে অনিচ্ছুক এক আধিকারিক সংবাদ সংস্থা ‘এপি’-কে এমনটাই ইঙ্গিত দিয়েছেন। তিনি জানান, ট্রাম্প চাইছেন রাশিয়ার সঙ্গে যুদ্ধ পরিস্থিতি বন্ধ করতে উদ্যোগী হোন জ়েলেনস্কি।