সাভার প্রতিনিধি।
সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আজ মঙ্গলবার সকালে দলের নেতা-কর্মীরা পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান।
রাজনৈতিক দল হিসেবে প্রতিষ্ঠার পর এটিই তাদের প্রথম কর্মসূচি। সকাল সাড়ে সাতটার দিকে দুটি ডাবল ডেকার বাসে করে নেতা-কর্মীরা স্মৃতিসৌধে আসেন। স্লোগান দিতে দিতে তাঁরা বেদিতে গিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন।
দলটির সদস্যসচিব আখতার হোসেন সাংবাদিকদের জানান, স্বাধীনতার ৫৪ বছর পরেও সাম্য ও সামাজিক সুবিচারের বাংলাদেশ অধরা রয়ে গেছে। তাঁরা এই লক্ষ্য পূরণে কাজ করে যাবেন।
তিনি আরও বলেন, নতুন সংবিধান প্রণয়ন এবং গণপরিষদ নির্বাচনের মাধ্যমে তাঁরা বাংলাদেশকে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড় করাতে চান। অল্প সময়ের মধ্যেই সারা দেশে দলীয় কার্যক্রম বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।