1. bdtelegraph24@gmail.com : Bdtelegraph Bangla :
  2. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  3. islam.azizul93@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
গড়াই নদে রহস্যময় কুমিরের আনাগোনা, আতঙ্কে এলাকাবাসী - টেলিগ্রাফ বাংলাদেশ
সোমবার, ১০ মার্চ ২০২৫, ০৫:১৭ পূর্বাহ্ন

গড়াই নদে রহস্যময় কুমিরের আনাগোনা, আতঙ্কে এলাকাবাসী

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫
  • ৯ জন খবরটি পড়েছেন

রাজবাড়ী প্রতিনিধি।

রাজবাড়ী ও ঝিনাইদহের সীমান্ত দিয়ে বয়ে যাওয়া গড়াই নদে কুমিরের উপস্থিতি নিয়ে আতঙ্কে আছেন স্থানীয় বাসিন্দারা। প্রায় এক মাস ধরে নদীতে একাধিক কুমির ভেসে উঠতে দেখা যাচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে মাইকিং ও সতর্কীকরণ বিজ্ঞপ্তি টানিয়ে সবাইকে সাবধান থাকতে বলা হয়েছে।

স্থানীয়দের মতে, প্রতিদিন সকাল, দুপুর ও বিকেলে এক বা একাধিক কুমির রাজবাড়ী সীমান্তে বেশি দেখা যায়, যদিও মাঝেমধ্যে ঝিনাইদহের দিকেও দেখা মেলে। কুমির দেখতে নদীর দুই পাড়ে শত শত মানুষ ভিড় করছেন, অনেকেই মোবাইলে ছবি ও ভিডিও ধারণ করছেন।

নদীতে নামতে ভয় পাচ্ছেন এলাকাবাসী। স্থানীয় জেলেরা জানান, একবার তাঁদের জালে কুমির আটকা পড়ে, তবে সেটি ছিঁড়ে পালিয়ে যায়। আগে যেখানে মানুষ নদীতে সাঁতার কাটত, এখন তারা পাড়ে বসে পানির ছিটা দিয়ে গোসল করছেন।

পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম আবু দারদা জানান, বন বিভাগের মাধ্যমে ঢাকার সংশ্লিষ্ট দপ্তরে কুমির সরানোর জন্য একটি টিম চাওয়া হয়েছে। আপাতত স্থানীয়দের সতর্ক থাকতে বলা হয়েছে।

স্থানীয়দের দাবি, কুমিরগুলো কোথা থেকে এসেছে, তা নিশ্চিত নয়। তবে বন বিভাগের টিম এলে কুমিরদের নিরাপদ স্থানে সরানোর উদ্যোগ নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন প্রশাসনের কর্মকর্তারা।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2024
Theme Customized By BreakingNews