তারিম আহমেদ ইমন, অভয়নগর (যশোর) থেকে–
অভয়নগরে আইন শৃংখলা কমিটির সভায় অভয়নগরকে মাদকমুক্ত করা প্রসঙ্গে ইউএনও জয়দেব চক্রবর্তী বলেন, একজন মদখোর তার মেয়েকে মাদকসেবীর সাথে বিয়ে দিতে চায় না। তাই সবাইমিলে এ উপজেলা থেকে মাদক নির্মুল করতে হবে। মাদকের সাথে কোনো প্রকার আপোষ করা যাবে না। সোমবার দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত মাসিক আইন শৃংখলা কমিটির সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আইন শৃংখলা কমিটির সভায় এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, অভয়নগর থানার ওসি আবদুল আলিম, নওয়াপাড়া প্রেস ক্লাবের সভাপতি মুজিবর রহমান, সাবেক মেয়র রবিউল ইসলাম, বিএনপিনেতা আসাদুজ্জামান জনি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলীমুর রাজিব, অধ্যক্ষ খায়রুল বাশার,সিনিয়র শিক্ষক এসএম ফারুক আহমেদ, ইউপি চেয়ারম্যান মো. জহুরুল ইসলাম, মো. তৈয়েবুর রহমান, সাংবাদিক সৈয়দ জাহিদ মাসুদ তাজ প্রমুখ। এসময় কমিটির অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।