ঢাকা, ১৫ মে: তিন দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো আন্দোলন চালিয়ে যাচ্ছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১৫ মে) সকালে রাজধানীর কাকরাইল এলাকায় প্রধান উপদেষ্টার বাসভবন সংলগ্ন সড়কে অবস্থান নেন শিক্ষার্থীরা। সেখানে সকাল থেকেই আরও শিক্ষার্থীরা যোগ দিচ্ছেন।
আন্দোলনের অংশ হিসেবে শিক্ষার্থীরা কাকরাইল মসজিদ মোড়ের রাস্তায় ব্যারিকেড দিয়ে যান চলাচল বন্ধ করে দিয়েছেন। ফলে মৎস্যভবন থেকে কাকরাইল অভিমুখী সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। শিক্ষার্থীদের বিভিন্ন স্লোগান দিতে ও সড়কের মাঝপথে বসে পড়তেও দেখা গেছে।
আন্দোলনের কারণে প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’র আশেপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করেছে আইন-শৃঙ্খলা বাহিনী।
এর আগে মঙ্গলবার (১৩ মে) আন্দোলনরত শিক্ষার্থী ও শিক্ষক প্রতিনিধিদের একটি দল ইউজিসিতে (বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন) দেখা করতে গেলে আশানুরূপ সাড়া না পেয়ে ‘লংমার্চ টু যমুনা’ কর্মসূচি ঘোষণা করা হয়। কর্মসূচিটি দেয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্রসংগঠন নিয়ে গঠিত ‘জুলাই ঐক্য’।
পরে বুধবার (১৪ মে) শিক্ষার্থীরা মৎস্যভবন হয়ে কাকরাইল মোড়ে পৌঁছালে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে টিয়ার গ্যাস ও লাঠিপেটার ফলে বহু শিক্ষার্থী আহত হন এবং তাদের হাসপাতালে নেওয়া হয়।
রাতেও শিক্ষার্থীরা কাকরাইল মোড়ে অবস্থান ধরে রাখেন। তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে জানান আন্দোলনকারীরা।