1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  3. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
সাকিবের ভবিষ্যৎ কী? আমিনুল বললেন নির্বাচকদের ওপর - টেলিগ্রাফ বাংলাদেশ
বুধবার, ০২ জুলাই ২০২৫, ০৩:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
তেলেঙ্গানায় কেমিক্যাল কারখানায় বিস্ফোরণ, নিহত অন্তত ৩৪ যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে তিনজন নিহত ঝুঁকিপূর্ণ সোনাহাট সেতু দিয়ে অতিরিক্ত পাথর পরিবহন, ভ্রাম্যমাণ আদালতের অভিযান কুড়িগ্রামে তীব্র তাপদাহে মরছে মুরগি, লোকসানে খামারি কুড়িগ্রামে শতবর্ষী কড়ই গাছের ভেতরে অলৌকিক আগুন,নেভাতে ব্যর্থ ফায়ার সার্ভিস কুষ্টিয়ায় ছাত্রদল নেতার হামলায় জাসদ কর্মী নিহত, তদন্তে পুলিশ সঞ্চয়পত্রে সুদ কমছে, স্বল্প আয়ের মানুষের কষ্ট বাড়ার শঙ্কা জুলাই বিক্রি করিনি-পদত্যাগ করলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাশেদ খান গৌরীপুর পৌরসভার ২০২৫-২৬ অর্থবছরের বাজেট ঘোষণা শ্যামনগরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টে ঈশ্বরীপুর ইউনিয়ন ৩-০ গোলে জয়ী

সাকিবের ভবিষ্যৎ কী? আমিনুল বললেন নির্বাচকদের ওপর

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ৩০ মে, ২০২৫
  • ৩২ জন খবরটি পড়েছেন

ডেস্ক নিউজ।

দুই দিনের নাটকীয়তা শেষে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম। জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) গত রাতে ফারুক আহমেদের পরিচালক পদ বাতিল করার পরপরই এই পরিবর্তন আসে।

ফারুকের বিরুদ্ধে বিসিবির ৮ পরিচালক অনাস্থা জানিয়ে ছিলেন, আর বিপিএল নিয়ে গঠিত সত্যানুসন্ধান কমিটির প্রতিবেদন পর্যালোচনার পর এনএসসি তার মনোনয়ন বাতিল করে। সরকারের পক্ষ থেকে পদত্যাগের আহ্বান জানানো হলেও তাতে সাড়া দেননি ফারুক। মনোনয়ন বাতিলের ফলে স্বয়ংক্রিয়ভাবে সভাপতি পদ শূন্য হয়।

আজ বিকেলে দায়িত্ব নেওয়ার পরপরই মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে প্রথম সংবাদ সম্মেলন করেন দেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম। তিনি বলেন, নতুন দায়িত্বে আসার পর দল ও ক্রিকেট নিয়ে তার অনেক পরিকল্পনা রয়েছে। এই সময় সাকিব আল হাসান প্রসঙ্গও উঠে আসে।

সাবেক সংসদ সদস্য ও একসময়কার বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান গত বছরের আগস্টে সরকার পতনের পর আর দেশে ফেরেননি। অক্টোবর মাসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট ম্যাচ দিয়ে বিদায় নিতে চাইলেও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তাকে নিরুৎসাহিত করেন। তখনকার বিসিবি চাইলেও ভারত সফরের পর আর তাকে মাঠে দেখা যায়নি।

সাকিবকে ফেরানো প্রসঙ্গে প্রশ্ন করলে আমিনুল বলেন, “উপদেষ্টার চাওয়া-না চাওয়ার সঙ্গে এটার কোনো সম্পর্ক নেই। উপদেষ্টা তো আর নির্বাচক না। এটা আমাদের নির্বাচক কমিটি দেখবে।” তিনি আরও জানান, “সাকিব অন্যতম সেরা অলরাউন্ডার। আমরা আশা করব, সাকিব ফিট থাকবে এবং ভালো ক্রিকেট খেলবে।”

আমিনুল এমন দিনে দায়িত্ব নিলেন, যেদিন রাতে বাংলাদেশের পাকিস্তানের বিপক্ষে গুরুত্বপূর্ণ টি-টোয়েন্টি ম্যাচ রয়েছে। সিরিজে টিকে থাকতে হলে এই ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই। ম্যাচ নিয়ে আমিনুল বলেন, “আমরা সবাই টেনশনে আছি। কারণ আমরা একটা ম্যাচ হেরেছি। আজকের ম্যাচটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।”

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2024
Theme Customized By BreakingNews