1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  3. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
আইপিএলের বিস্ময় বালককে শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি - টেলিগ্রাফ বাংলাদেশ
বুধবার, ০২ জুলাই ২০২৫, ০২:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
তেলেঙ্গানায় কেমিক্যাল কারখানায় বিস্ফোরণ, নিহত অন্তত ৩৪ যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে তিনজন নিহত ঝুঁকিপূর্ণ সোনাহাট সেতু দিয়ে অতিরিক্ত পাথর পরিবহন, ভ্রাম্যমাণ আদালতের অভিযান কুড়িগ্রামে তীব্র তাপদাহে মরছে মুরগি, লোকসানে খামারি কুড়িগ্রামে শতবর্ষী কড়ই গাছের ভেতরে অলৌকিক আগুন,নেভাতে ব্যর্থ ফায়ার সার্ভিস কুষ্টিয়ায় ছাত্রদল নেতার হামলায় জাসদ কর্মী নিহত, তদন্তে পুলিশ সঞ্চয়পত্রে সুদ কমছে, স্বল্প আয়ের মানুষের কষ্ট বাড়ার শঙ্কা জুলাই বিক্রি করিনি-পদত্যাগ করলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাশেদ খান গৌরীপুর পৌরসভার ২০২৫-২৬ অর্থবছরের বাজেট ঘোষণা শ্যামনগরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টে ঈশ্বরীপুর ইউনিয়ন ৩-০ গোলে জয়ী

আইপিএলের বিস্ময় বালককে শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ৩০ মে, ২০২৫
  • ২৮ জন খবরটি পড়েছেন

ডেস্ক নিউজ।

মাত্র ১৪ বছর বয়সেই ক্রিকেট বিশ্বে আলোড়ন তোলা বৈভব সূর্যবংশীর সঙ্গে দেখা করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিহারের রাজধানী পাটনার জয় প্রকাশ নারায়ণ বিমানবন্দরে শনিবার দুপুরে সূর্যবংশী ও তাঁর পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন মোদি। দুই দিনের সফরে রাজ্যে পৌঁছে তরুণ এই প্রতিভাকে শুভেচ্ছা জানান তিনি।

বিমানবন্দরে তোলা কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে মোদি লেখেন, “পাটনা বিমানবন্দরে তরুণ ক্রিকেটার বৈভব সূর্যবংশী এবং তার পরিবারের সঙ্গে দেখা হলো। তার ক্রিকেটীয় দক্ষতা সারা দেশে প্রশংসিত হচ্ছে! ভবিষ্যতের জন্য তাকে আমার শুভেচ্ছা।”

মাত্র ১৩ বছর বয়সে ভারত অনূর্ধ্ব-১৯ দলে জায়গা করে নেওয়া সূর্যবংশী গত বছর অস্ট্রেলিয়া যুব দলের বিপক্ষে টেস্ট অভিষেকে ৫৮ বলে সেঞ্চুরি করে প্রথমবার বড় পরিসরে নজর কাড়েন। এরপর আইপিএল ২০২৫-এর মেগা নিলামে ১ কোটি ১০ লাখ রুপিতে তাঁকে দলে নেয় রাজস্থান রয়্যালস।

চলতি আইপিএলে গুজরাট টাইটানসের বিপক্ষে মাত্র ৩৫ বলে সেঞ্চুরি করে ইতিহাস গড়েন সূর্যবংশী। এটি ছিল শুধু আইপিএলে নয়, স্বীকৃত টি-টোয়েন্টিতেই সবচেয়ে কম বয়সে সেঞ্চুরির রেকর্ড—১৪ বছর ৩২ দিন বয়সে। পুরো মৌসুমে তিনি ৭ ম্যাচে করেছেন ২৫২ রান, গড় ৩৬ এবং স্ট্রাইক রেট ২০৬.৫৫। ছক্কা মারেন ২৪টি—যা ২০ বছরের নিচে ক্রিকেটারদের মধ্যে যৌথভাবে সর্বোচ্চ।

রাজস্থান রয়্যালস প্লে-অফে উঠতে না পারলেও সূর্যবংশীর ভয়ডরহীন ব্যাটিং সারা দেশে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। তাঁর সাহসী পারফরম্যান্স শুধু ভক্তদের নয়, প্রধানমন্ত্রী মোদিরও মন জয় করেছে। দেশটির শীর্ষ সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে ও জি নিউজ জানিয়েছে, ব্যস্ত সময়সূচির মধ্যেও মোদি নিজেই সূর্যবংশীর সঙ্গে দেখা করার আগ্রহ প্রকাশ করেন।

সূর্যবংশী ও তাঁর পরিবারের সঙ্গে কুশল বিনিময়ের পর কিছু সময় কথাও বলেন মোদি। ভবিষ্যতের এই সম্ভাবনাময় ক্রিকেটারের প্রতি প্রধানমন্ত্রীর এই আন্তরিকতা তরুণদের জন্য অনুপ্রেরণাদায়ক বলে মনে করছেন ক্রীড়া বিশ্লেষকেরা।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2024
Theme Customized By BreakingNews