কক্সবাজার জেলার ঈদগাঁও থানার আওতাধীন ৭ নম্বর ওয়ার্ডে মাদক ব্যবসা এখন প্রকাশ্য রূপ নিয়েছে। রাতের আঁধারে বেপরোয়া হয়ে উঠছে মাদক ব্যবসায়ীরা। পুলিশ প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে চলছে জমজমাট ইয়াবা ব্যবসা। অপরাধীরা অবাধে চলাফেরা করছে পাহাড় থেকে পাহাড়ে।
স্থানীয়দের অভিযোগ, মাদক ব্যবসায়ীরা কখনো মাটির নিচে ইয়াবা লুকিয়ে রাখে, আবার কেউ তাদের কর্মকাণ্ডে বাধা দিলে দেয় নানা হুমকি-ধামকি। এমনকি মাঝে মধ্যে কয়েকজন সচেতন যুবক অভিযান চালিয়ে পুলিশের হাতে মাদক ব্যবসায়ীদের ধরিয়ে দিলে তাদের উপরও নেমে আসে প্রতিশোধের খড়গ। হামলা, মিথ্যা মামলা এবং নানা রকম ভয়ভীতি দেখিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করছে চক্রটি।
সচেতন মহল মনে করছে, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়মিত অভিযান ছাড়া এই পরিস্থিতি মোকাবেলা করা সম্ভব নয়। তারা জানান, যখন অভিযানে শিথিলতা থাকে তখন মাদক ব্যবসায়ীরা যেন আরও বেশি উৎসাহিত হয়।এ ব্যাপারে স্থানীয়রা কক্সবাজার জেলা পুলিশ সুপার সাইফ উদ্দীন এবং ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ মছিউর রহমানের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।