1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  4. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  5. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
গোবিপ্রবিতে প্রকৌশল অনুষদের শিক্ষার্থীদের ৩ দফা দাবিতে বিক্ষোভ - বিডিটেলিগ্রাফ | Bangla News Portal, Latest Bangla News, Breaking, Stories and Videos
শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫, ০৯:৫০ অপরাহ্ন
শিরোনাম :
৬ সেপ্টেম্বর বন্ধ থাকবে সব সরকারি-বেসরকারি অফিস ইসলাম থাকবে না-এ ধারণা হিন্দু দর্শনের পরিপন্থী -মোহন ভাগবত আগামী পাঁচ দিন ধরে বজায় থাকতে পারে বৃষ্টিপাতের ধারা ভারতে অবৈধ অনুপ্রবেশের চেষ্টা, কলমাকান্দায় আটক ৫ নিজের ছুরি দিয়েই কসাইকে হত্যা করল দুর্বৃত্তরা ২৪শের আন্দোলনকারীদের ব্যবহারে দেশবাসী অতিষ্ঠ- বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম যশোর জেলা মাইক-লাইট মালিক সমিতির অভয়নগর উপজেলা শাখার কমিটি গঠন প্রাথমিক শিক্ষক নিয়োগে বড় পরিবর্তন: কোটা ৭%, ৯৩% মেধাভিত্তিক প্রথমবার নৌ ড্রোন ব্যবহার করে ইউক্রেনের নৌজাহাজ ডুবাল রাশিয়া রায়পুরা সংসদীয় আসন রাখতে মহাসড়কে বিক্ষোভ মানববন্ধন

গোবিপ্রবিতে প্রকৌশল অনুষদের শিক্ষার্থীদের ৩ দফা দাবিতে বিক্ষোভ

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২৫ আগস্ট, ২০২৫
  • ৩৯ জন খবরটি পড়েছেন
ছবি-বিডিটেলিগ্রাফ

গোবিপ্রবি প্রতিনিধি।

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোবিপ্রবি) প্রকৌশলী অনুষদের শিক্ষার্থীরা আজ দুপুরে প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে। ন্যায্য ৩ দফা দাবির পক্ষে আয়োজিত এ কর্মসূচিতে শতাধিক শিক্ষার্থী অংশ নেন। শিক্ষার্থীরা বলেন, প্রকৌশলীরা দেশের উন্নয়নের মূল চালিকাশক্তি হলেও দীর্ঘদিন ধরে অবহেলা ও বৈষম্যের শিকার হচ্ছেন। তাই প্রকৌশলীদের মর্যাদা ও ন্যায্য অধিকার রক্ষায় এ আন্দোলন তাদের দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে।

শিক্ষার্থীদের উত্থাপিত তিন দফা দাবি-

১. সহকারী প্রকৌশলী পদে নিয়োগ পরীক্ষা বাধ্যতামূলক- ৯ম গ্রেড (সহকারী প্রকৌশলী বা সমমান পদ)– এ প্রবেশের জন্য সমানভাবে নিয়োগ পরীক্ষা গ্রহণ করতে হবে। ন্যূনতম যোগ্যতা হবে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি। কোটার মাধ্যমে কিংবা সমমানের নতুন পদ সৃষ্টি করে পদোন্নতির সুযোগ সম্পূর্ণ বাতিল করতে হবে।

২. ডিপ্লোমা কোটা বাতিল- ১০ম গ্রেড (উপসহকারী প্রকৌশলী বা সমমান পদ)– এ ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য বরাদ্দ ১০০% কোটা বাতিল করতে হবে। শিক্ষার্থীরা বলেন, এ পদে ন্যূনতম যোগ্যতা হবে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, তবে বিএসসি ও এমএসসি ডিগ্রিধারীরাও আবেদন করতে পারবেন।

৩. “ইঞ্জিনিয়ার” পদবীর সঠিক ব্যবহার- শুধুমাত্র বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারী প্রকৌশলীরাই নামের আগে “ইঞ্জিনিয়ার” পদবী ব্যবহার করতে পারবেন। অন্য কেউ এ পদবী ব্যবহার করলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নিতে হবে।

সমাবেশে শিক্ষার্থীরা বলেন, “আমরা ভবিষ্যতের প্রকৌশলী। আমাদের ন্যায্য দাবি পূরণ না হলে আমরা লাগাতার কর্মসূচিতে যেতে বাধ্য হবো। প্রকৌশলীদের মর্যাদা ক্ষুণ্ন করার যেকোনো অপচেষ্টা রুখে দেওয়া হবে।”

সমাবেশ শেষে শিক্ষার্থীরা ঘোষণা দেন, দ্রুত দাবি পূরণ না হলে তারা পরবর্তী ধাপে মানববন্ধন, অবস্থান কর্মসূচি এবং সর্বশেষ কর্মবিরতি ও লাগাতার আন্দোলনের মতো কঠোর কর্মসূচি হাতে নেবেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews