ফরিদপুরের সালথায় পারিবারিক কলহের জেরধরে স্ত্রী নাদেরা আক্তার (২৩) কে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামী রাজুর বিরুদ্ধে।শনিবার (২৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে সালথা থানার আটঘর ইউনিয়নের বিভাগদী গ্রামে এঘটনা ঘটে।
রাজুর ঘরের মধ্যে মৃতদেহ দেখতে পেয়ে স্থানীয় লোকজন পুলিশকে সংবাদ দেয়। পরবর্তীতে সালথা থানা পুলিশ মৃতদেহ উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
রোববার এ বিষয়ে সালথা থানার অফিসার ইনচার্জ মোঃ আতাউর রহমান জানান, রাজু মাতুব্বর ১৪/১৫ দিন আগে মেয়েটিকে স্ত্রী পরিচয়ে বাড়িতে রাখেন। শনিবার রাতে নাদেরাকে মেরে পালিয়ে যায় রাজু। খবর পেয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। পুলিশের আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।