ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মো. জাহিদুল ইসলাম বলেছেন, শিক্ষার্থীদের মনস্তত্ত্ব বুঝে কর্মসূচি সাজানো হয়েছে বলেই বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্র সংসদ নির্বাচনে শিবির বিজয় অর্জন করতে পেরেছে।
তিনি বলেন, “শিক্ষার্থীদের আস্থাই আমাদের প্রকৃত শক্তি। তাদের বিশ্বাস ও সমর্থন নিয়েই আমরা বিশ্ববিদ্যালয়গুলোতে পরিবর্তনের নতুন ধারা শুরু করেছি।”
সোমবার (২০ অক্টোবর) সকালে ঝালকাঠি জেলা ছাত্রশিবিরের আয়োজনে শহরের একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত উপশাখার দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
জাহিদুল ইসলাম আরও বলেন, “৫ আগস্টের পর থেকেই আমরা ছাত্র সংসদ পুনরুজ্জীবনের দাবি জানিয়ে আসছি। শিক্ষার্থীদের চাওয়া-পাওয়ার ভিত্তিতে ইশতেহার তৈরি করেছি এবং নির্বাচনের পরও প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করছি। আমাদের লক্ষ্য শুধু ভোট নয়, শিক্ষার্থীদের আদর্শিক পুনর্জাগরণ।”
তিনি বলেন, “আজকের শিক্ষার্থীরা হতাশা ও আদর্শহীনতার মধ্যে ঘুরপাক খাচ্ছে। তাদের মানসিকতা ও প্রত্যাশা বোঝার চেষ্টা করেছি বলেই আস্থা অর্জন সম্ভব হয়েছে।”
ইসলামী আদর্শের প্রতি জনগণের আগ্রহ বাড়ছে উল্লেখ করে শিবির সভাপতি বলেন, “আমরা কেবল একটি সংগঠন নই, বরং একটি বিশ্বাসের আন্দোলন। অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে দাঁড়ানোই ইসলামী ছাত্রশিবিরের মূল চেতনা।”
সমাবেশে বিশেষ অতিথি ছিলেন সাবেক শিবির নেতা ও জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী শেখ নেয়ামুল করিম, কেন্দ্রীয় ক্রীড়া সম্পাদক হারুণ অর রশিদ রাফি এবং সাবেক জেলা সভাপতি অ্যাডভোকেট বিএম আমিনুল ইসলাম।সভায় সভাপতিত্ব করেন জেলা সভাপতি এনামুল হাসান, এবং সঞ্চালনা করেন জেলা সেক্রেটারি মো. নুরুজ্জামান।