মামুন রণবীর,নেত্রকোণা।
সুষ্ঠু সুন্দরভাবে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো নেত্রকোণার দুর্গাপুর উপজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন। শুক্রবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার বিরিশিরি পার্সি চার্লস নল মেমোরিয়াল স্কুলে এই নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
এই নির্বাচনে সভাপতি পদে মো. সুমন মিয়া ১১৭৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মো. নুরুল হক। তিনি পেয়েছেন ১৫৭২ ভোট। এছাড়া সহ-সভাপতি পদে ১৩৪৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন নজরুল ইসলাম এবং দপ্তর সম্পাদক পদে নজিবুর রহমান সৈকত ১২০৩ ভোট পেয়ে বিজয়ী হন।
শ্রমিক ইউনিয়নের এই নির্বাচনে মোট ভোটার ছিলেন ২৯৪৯ জন। তাদের মধ্যে এবার ভোট প্রদান করেন ২৮৩১ জন। দিনভর ভোটগ্রহণ শেষে রাতে ফলাফল ঘোষণা করা হয়।
এই নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা হলেন, কার্যকরী সভাপতি পদে আলিউল আজিম,যুগ্ন সাধারণ সম্পাদক পদে শ্যামল কর, সহ সাধারণ সম্পাদক পদে আলতু মিয়া, সাংগঠনিক সম্পাদক পদে উজ্জল তালুকদার, প্রচার সম্পাদক পদে রাসেল মিয়া এবং কোষাধ্যক্ষ পদে আল আমিন খান।
নির্বাচনের ফলাফল ঘোষণার পর বিজয়ী প্রার্থীরা সমর্থকদের নিয়ে আনন্দ মিছিল করেন এবং একে অপরকে মিষ্টিমুখ করান।
বিজয়ী প্রার্থীরা বলেন, তারা শ্রমিক ইউনিয়নের উন্নয়নে নিজেদের নিবেদিত করবেন এবং শ্রমিকদের অধিকার আদায়ে সোচ্চার থাকবেন।
নির্বাচন পরিচালনা কমিটির প্রিজাইডিং অফিসার কাজী মো. আরিফুল ইসলাম বলেন, পুরো ভোটগ্রহণ প্রক্রিয়া ছিল শান্তিপূর্ণ, সুষ্ঠু ও উৎসবমুখর।
এই নির্বাচনে ভোটার এবং নির্বাচন পর্যবেক্ষকরা জানান, নির্বাচন সুষ্ঠু সুন্দর এবং কোন প্রকার প্রভাবমুক্ত হওয়ায় সবার মধ্যে উৎসবমুখরতা বিরাজ করেছে।
দুর্গাপুর উপজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের এই ত্রিবার্ষিক নির্বাচন ঘিরে সারাদিনই শ্রমিকরা আনন্দ উল্লাসে মেতে ছিলেন। নব নির্বাচিত প্রার্থীরা শ্রমিকবান্ধব হয়ে তাদের অধিকার আদায়ে আত্মনিয়োগ করবেন এমনটাই প্রত্যাশা শ্রমিকদের।