ঝিনাইদহ প্রতিনিধি।
ঝিনাইদহ সদর উপজেলার রাঙ্গিয়ার পোতা গ্রামের একটি মাঠ থেকে পা বাঁধা ও গলায় ফাঁস দেওয়া অবস্থায় এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম ইসাহাক আলী (৬৫)। তিনি ওই গ্রামের মৃত রুস্তম আলীর ছেলে।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে বংকিরা–রাঙ্গিয়ার পোতা সড়কের বটদাড়ি এলাকার একটি মাঠ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, সকালে স্থানীয়রা ধানক্ষেতের আইলে একজনের মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে স্বজনদের খবর দেয়। পরে পরিবারের সদস্যরা মরদেহটি ইসাহাক আলীর বলে শনাক্ত করেন।
ওসি বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা পা বেঁধে গলায় ফাঁস দিয়ে হত্যা করেছে। কে বা কারা এ ঘটনার সঙ্গে জড়িত তা এখনো জানা যায়নি।”
পুলিশ জানায়, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।