ওসির সরকারি গাড়ি ভাঙচুর
আড়াইহাজার প্রতিনিধি।
নারায়ণগঞ্জের আড়াইহাজারে গ্রাম্য আধিপত্যের বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে পুলিশসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। এসময় থানার ওসি তদন্তের ব্যবহৃত সরকারি গাড়িও ভাঙচুর করা হয়।
বুধবার (২৯ অক্টোবর) রাতে উপজেলার উচিৎপুরা ইউনিয়নের উচিৎপুরা বাজারে এ ঘটনা ঘটে। সংঘর্ষের পর বৃহস্পতিবার সকালে পুলিশ অভিযান চালিয়ে সাতজনকে আটক করেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মাহমুদপুর ইউনিয়নের মর্দাসাদি গ্রামের কয়েকজন উচিৎপুরা বাজারে গিয়ে স্থানীয় নুরু মিয়াকে (৪৫) কুপিয়ে গুরুতর আহত করে। পরে নুরু মিয়াকে স্থানীয়রা উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এ ঘটনার পর নুরু মিয়ার সমর্থক উচিৎপুরা, আগুয়ান্দি ও গহরদী গ্রামের প্রায় দুই শতাধিক লোক দেশীয় অস্ত্র নিয়ে বাজারে জড়ো হয়। উত্তেজনা ছড়িয়ে পড়লে ওসি তদন্ত সাইফুদ্দিন পুলিশ নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। তবে পুলিশি নির্দেশ অমান্য করে উত্তেজিত জনতা হামলা চালায়। এতে পুলিশসহ অন্তত ১০ জন আহত হন এবং থানার সরকারি ডাবল কেবিন পিকআপ ভাঙচুর করা হয়।
আড়াইহাজার থানার ওসি (তদন্ত) সাইফুদ্দিন বলেন, “এই ঘটনায় আমাদের তিনজন পুলিশ সদস্য আহত হয়েছেন।”
তিনি আরও জানান, ঘটনাসংক্রান্ত ঘটনায় পুলিশের এসআই সাইফুল ইসলাম বাদী হয়ে ১৫ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও ৩ থেকে ৪ শত জনকে আসামি করে মামলা করেছেন।
পুলিশ সাতজনকে আটক করেছে, তাদের বাড়ি উচিৎপুরা ও মর্দাসাদি গ্রামে। আটকরা হলেন—সিয়াম (২০), তানভির (১৯), বিজয় (২০), ইমরান (২০), সাইদুল ইসলাম (৩০), রূপ মিয়া (৩৭) ও মাসুদ (২১)।