নেত্রকোণা জেলা প্রতিনিধি।
বেসরকারি উন্নয়ন সংস্থা দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্রের (ডিএসকে) সমৃদ্ধি কর্মসূচির উদ্যোগে আয়োজিত দুই দিনব্যাপী “স্বাস্থ্যসেবা ও পুষ্টি বিষয়ক মৌলিক প্রশিক্ষণ” সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) এই আয়োজন অনুষ্ঠিত হয়।
এই প্রশিক্ষণে ডিএসকে পরিচিত ও সমৃদ্ধি কর্মসূচির উদ্দেশ্য ও লক্ষ্য নিয়ে আলোচনা করেন সমৃদ্ধি কর্মসূচি সমন্বয়কারী রুপন কুমার সরকার।
সমৃদ্ধি কর্মসূচির এই প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ তানজিরুল ইসলাম রায়হান।
এই আয়োজনে প্রশিক্ষক হিসেবে আরো ছিলেন মেডিকেল অফিসার ডাঃ কৃপা দেবদাস ও ডাঃ ইমরান কাদের রুবেল। এতে প্রশিক্ষণ প্রদান করেন স্বাস্থ্য কর্মকর্তা সারোয়ার হোসেন জীবন ও স্বাস্থ্য কর্মকর্তা রুহুল আমিন।