আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেলেন বাঘারপাড়ার নয়টি ইউনিয়নে ৯ আওয়ামীলীগ নেতা।
বাঘারপাড়া উপজেলার নারিকেল বাড়িয়া ইউনিয়নে মনোনয়ন পেয়েছেন বাব্লু সাহা,রায়পুর ইউপিতে বিল্লাল হোসেন,বন্দবিলায় সঞ্জীত কুমার বিশ্বাস, জোহরপুরে মোঃআসাদুজ্জামান,ধল্গ্রামে মোঃ রবিউল ইসলাম রবি,দোহাকুলায় পেয়েছেন মোঃওহিদুর রহমান আবু মোতালেব তরফদার,দরাজহাটে মোঃ জাকির হোসেন,বাসুয়াড়ী মোঃ আমিনুর সরদার এবং জামদিয়ায় শেখ আরিফুল ইসলাম তিব্বত দলীয় মনোনয়ন পেয়েছেন বলে জানা গেছে।