পটুয়াখালী মির্জাগঞ্জ উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডেও সদস্য পদে মনোনয়ন ফরম জমা দিয়েছেন দুই বছরের সাজাপ্রাপ্ত মোঃ সোহরাব হোসেন।
বুধবার (৩ নভেম্বর ) বর্তমান ইউপি সদস্য মোঃ আলতাফ হোসেন খান এ বিষয় উপজেলা রিটানিং অফিসররে কাছে লিখিত অভিযোগ করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, ২০০৭ সালে একাটি জি,আর মামলায় পটুয়াখালী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত মোঃ সোহরাব হোসেনকে ২ বছর কারাদন্ড দেন পরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে আপিল করলেও দন্ডাদেশ বহাল থাকে।
যাহার ক্রিমিনাল আপীল নম্বর ৮৩/২০১২। বর্তমানে মহামান্য হাইকোর্ড থেকে অন্তবর্তীকালীন জামিনে আছেন সোহরাব হোসেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ সাহাদৎ হোসেন বলেন, অভিযোগ পেয়েছি যাচাই করে আইনানুগ ব্যাবস্থা গ্রহণ করা হবে।