যশোর শিক্ষাবোর্ডের আওতাধীন এবছরের এইচএসসি পরীক্ষার প্রথম দিনে অনুষ্ঠিত পরীক্ষায় পরীক্ষার্থীদের কাছ থেকে জোরপূর্বক বহুনির্বাচনি অভীক্ষার ওএমআর শিট কেড়ে নেয়ার অভিযোগ উঠেছে।
পরীক্ষা চলাকালিন সময় বিজ্ঞান বিভাগের বেশ কয়েকজন মেধাবী শিক্ষার্থীদের কাছ থেকে কক্ষ পরিদর্শকরা ২-৪টি প্রশ্নের উত্তরের বৃত্ত ভরাট ছাড়াই তাদের ওএমআর শিট কেড়ে নেন। বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষায় নওয়াপাড়া মহিলা কলেজ কেন্দ্রের হলরুম ও ১৬নং কক্ষে এ ঘটনা ঘটে।
পরীক্ষায় অংশ নেয়া বেশ কয়েকজন মেধাবী শিক্ষার্থী নাম প্রকাশ না করার শর্তে সাংবাদিককে জানান, প্রথম দিনে অনুষ্ঠিত বিজ্ঞান বিভাগের পদার্থ বিজ্ঞান (কোড-১৭৪) বিষয়ে পরীক্ষায় বহুনির্বাচনি অংশের উত্তরপত্র কক্ষ পরিদর্শকরা জোরপূর্বক কেড়ে নিয়েছেন। এর ফলে অনেকেই নির্ধারিত ১২টির উত্তর দিতে পারেনি। যা অত্যন্ত কষ্টের বিষয়।
বিষয়টি সম্পর্কে নওয়াপাড়া মহিলা কলেজ কেন্দ্রের কেন্দ্র সচিব অধ্যক্ষ বিশ্বজিৎ পাল বলেন, পরীক্ষার্থীদের অভিযোগ সঠিক নয়। বোর্ডের বেঁধে দেয়া নির্ধারিত সময়ের মধ্যে উত্তরপত্র জমা নেয়া হয়েছে।