যশোরের অভয়নগর উজেলার ভৈরব নদে গত চারদিন আগে ডুবে যাওয়া বৃদ্ধা রোকেয়া বেগমের (৭০) লাশ ভেসে উঠেছে।
সোমবার দুপুরে খবর পেয়ে নওয়াপাড়া নৌপুলিশের এক টিম লাশটি উদ্ধার করে তার পরিবারের কাছে হস্তান্তর করেছে।
মৃত রোকেয়া বেগমের স্বামী, উপজেলার শংকরপাশা শাহিনপাড়া এলাকার বাসিন্দা মো. ওয়াজেদ আলী গাজী জানান, বৃহস্পতিবার বিকালে তার স্ত্রী গোসল করতে নেমে ভৈরব নদে নিখোঁজ হন। অনেক খোঁজাখুজি করে না পেয়ে নওয়াপাড়া ফায়ার সার্ভিস ও নৌপুলিশকে জানানো হয়। তখন তারা খোঁজাখুঁজি করেও তাকে খুঁজে না পেলেও ডুবে যাওয়ার চারদিন পর আজ সোমবার দুপুরে আমার স্ত্রীর লাশটি ভেসে ওঠে।
নৌপুলিশ ফাঁড়ির এসআই আসাদুজ্জামান জানান, গত শুক্রবার থেকে নিখো্জঁ হওয়া মহিলার লাশ খোঁজাখুঁজি করা হয়। আজ সোমবার তার লাশ ভেসে ওঠলে তার লাশ উদ্ধার করে তার পরিবারে হস্তান্তর করেছি।