যথাযোগ্য মর্যাদায় যশোরের বাঘারপাড়ায় ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস
পালিত হয়েছে।
এদিন টি উপলক্ষে মঙ্গলবার সকালে চিত্রা নদীর পাড়ে মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান যশোর-৪ আসনের সংসদ সদস্য রনজিৎ কুমার রায় । একইসাথে উপজেলা পরিষদের চেয়ারম্যান ভিক্টোরিয়া পারভিন সাথী, উপজেলা নির্বাহী অফিসার তানিয়া আফরোজ,সহকারী কমিশনার (ভূমি) ফারজানা জান্নাত,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রউফ,মহিলা ভাইস চেয়ারম্যান বিথিকা বিশ্বাস শ্রদ্ধা নিবেদন করেন।
এসময় আরোও উপস্থিত ছিলেন, সমাজসেবা কর্মকর্তা এটিএম মাসুদ হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সামসুন নাহার, পৌরসভার প্যানেল মেয়র শরিফুল ইসলাম, আওয়ামী লীগ নেতা মুন্সি বাহার উদ্দিন প্রমুখ।