ফয়সাল মাহমুদ ,নড়াইল
নড়াইলে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে দিনটি পালনে নানা কর্মসূচি হাতে নেয়া হয়।
এ উপলক্ষে মঙ্গলবার (১৪ডিসেম্বর) সকাল ৯টায় শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে বধ্যভূমিতে পুষ্পার্ঘ নিবেদন করা হয়।
জজ কোর্টের পিছনে সাবেক লঞ্চঘাটে বধ্যভূমিতে ভূমিতে স্থাপিত স্মৃতিস্থম্ভে এ শ্রদ্ধা জানাতে জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান, পুলিশ সুপার প্রবীর কুমার রায়,অতিরিক্ত জেলা প্রশাসক ফকরুল হাসান মুক্তিযোদ্ধা নেৃতবৃন্দ, পৌর মেয়র আন্জুমান আরা, নড়াইল জেলা প্রেসক্লাবের সভাপতি খায়রুল আরেফিন রানা, বিভিন্ন সরকারি বিভাগ ও দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন সামাজিক, সাংকৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, শিল্পী, সাংবাদিক, সুশিল সমাজের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশ নেন।এ সময় ফুলে ফুলে ছেয়ে যায় স্মৃতিস্থম্ভের পাদদেশ । সব শেষে মহান মুক্তি সংগ্রামে সকল শহীদের আন্তার শান্তি কামনা করে দোয়া করা হয়।