মহান বিজয় দিবসের সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কে শপথ পাঠ করিয়েছেন ।
এ উপলক্ষে প্রধানমন্ত্রী আজ বৃহস্পতিবার বিকাল ৪-৩০ মিঃ জাতীয় সংসদ ভবনের দক্ষিন প্লাজায় এই শপথ অনুষ্ঠান পরিচালনা করেন । প্রধানমন্ত্রীর পাশে এসময় তার বোন শেখ রেহানাও বসা ছিলেন।
আজ সারাদেশে বিভাগিয়,জেলা,উপজেলা স্টেডিয়াম , শিক্ষাপ্রতিষ্ঠান মাঠে নির্ধারিত ভেন্যু থেকে মাস্ক মুকে জাতিয় পতাকা হাতে নিয়ে সকল শ্রেণি পেশার মানুষ প্রধানমন্ত্রীর কন্ঠে কন্ঠ মিলিয়ে শপথ পাঠ করেন।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে প্রধা অতিথি ছিলেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ এবং সম্মানীত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতের রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ।
এদিকে সারাদেশের মতো যশোরের বাঘারপাড়া উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পাইলট স্কুল মাঠে শপথ অনুষ্ঠানে সকল শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানগণ, শিক্ষক-কর্মচারিবৃন্দ, মুক্তিযোদ্ধাগন ও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারিগন অংশগ্রহন করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৮৮ যশোর-৪ আসনের সসদ সদস্য রণজিৎ কুমার রায়, উপজেলা চেয়ারম্যান ভিক্টোরিয়া পারভিন সাথী, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হাসান আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রউফ, মহিলা ভাইচ চেয়ারম্যান বিথিকা বিশ্বাস, পৌর মেয়র কামরুজ্জামান বাচ্চু, উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আফরোজ, সহকারি কমিশনার ফারজানা জান্নাত ও ইউপি চেয়ারম্যানগ ।