যথাযোগ্য মর্যাদায় বাঘারপাড়ায় ৫০ তম মহান বিজয় দিবস অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বাঘারপাড়া উপজেলা প্রশাসন বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেন।
আজ সকালে ৩১ বার তোপধনীর মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। এর পরে জাতীয় পতাকা উত্তোলন ও মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পন করে শহীদদের প্রতি সম্মান জানানো হয়।
মুক্তিযোদ্ধা স্মৃতি স্তম্ভে প্রথমে বীর মুক্তিযোদ্ধারা ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন। এর পরে একে একে উপজেলা প্রশাসনের পক্ষে নির্বাহী অফিসার তানিয়া আফরোজ, যশোর-৪ আসনের সসদ সদস্য রণজিৎ কুমার রায়, উপজেলা চেয়ারম্যান ভিক্টোরিয়া পারভীন সাথি, ভাইচ চেয়ারম্যান আব্দুর রউফ, মহিলা ভাইচ চেয়ারম্যান বিথীকা বিশ্বাসসহ প্রশাসনের সকল কর্মকর্তারা পুষ্পস্তবক অর্পন করেন।
পরবর্তীতে পর্যায়ক্রমে পুষ্পস্তবক অর্পন করে শহীদ্দের প্রতিশ্রদ্ধা জানান, বাঘারপাড়া উপজেলা আওয়ামী লীগের পক্ষে দলীয় সভাপতি ও সাংসদ রণজিৎ কুমার রায়,যুবলীগ,ছাত্র লীগ, পৌরসভা,মুক্তিযোদ্ধা সংসদ,মহিলা যুবলীগ, তাঁতী লিগ, স্বেচ্ছা সেবক লীগ,পৌড় আওয়ামী লীগ, বাস্তহারা লীগ,বাংলাদেশ জাতীয়তাবাদিদল বিএনপি, যুবদল,ছাত্রদল, জাতীয় পার্টি,বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও বিভিন্ন সামাজিক সংগঠন।
এছাড়া বাঘারপাড়া সরকারি পাইলট স্কুল মাঠে জাতীয়পতাকা উত্তোলন করার পরে কুচকাওয়াজসহ নানা ধরনের খেলাধুলা,ডিস্প্লে অনুষ্ঠিত হয়।