অভয়নগরে এক বেলার আহার একটি ফুড ব্যাংকের পক্ষ থেকে ১৫০ জন হত দরিদ্র মানুষের মাঝে বিনা মূল্যে খাদ্য বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার দিন ব্যাপি এই খাদ্য বিতরণ করা হয়। বিনা মূল্যে খাদ্য বিরণ কালে উপস্থিত ছিলেন সংগঠনের মানবিক সেচ্ছাসেবক টিটপ সাহা, তন্ময় ঘোষ, বিকাশ রায়, সুষময় ঘোষ,অর্পিতা,তিশা,কৌশিক সাহা,শান্ত বিশ্বাস,আরফিন শাকিল,মুহাইমিনুল মান্না,পুজা মন্ডল,তনয় বিশ্বাস প্রমুখ।