করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট অমিক্রন খুব দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে বিভিন্ন দেশে। সরকারি সূত্রে জানা গেছে, বাংলাদেশে এই পর্যন্ত অন্তত ২৪ জন অমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন ।
অমিক্রনের আক্রমনে মানুষ যদিও করোনার আগের ধরণের মতো মারাত্বক অসুস্থ হচ্ছেন না।
বিশ্বের অন্যান্য দেশের গবেষণায় দেখা গেছে, আগের ধরনগুলোর মতো অমিক্রনের কারণে মানুষ অনেক বেশি অসুস্থ হয় না। কিন্তু যেভাবে অনেক বেশি মানুষ এই ধরনে আক্রান্ত হচ্ছে, তাতে অনেকে আইসোলেশনে যেতে বাধ্য হচ্ছেন।
এ পর্যন্ত বিশ্বের ১২৮টি দেশে অমিক্রন ছড়িয়ে পড়েছে বলে জানা গেছে।
অমিক্রনে আক্রান্ত হলে যে উপসর্গ দেখা দেয়-
অনেক মানুষের কাছে অমিক্রন সাধারণ ঠাণ্ডার মতো মনে হবে। অনেকে বলেছেন, অমিক্রনে আক্রান্ত হওয়ার পর তাদের গলা শুকিয়ে যাওয়া, সর্দি লাগা, শরীরের জয়েন্টে ব্যথা বা মাথা ব্যথা হয়েছে।অনেকের ফুসফুসের ওপরের দিকে ব্যথা হতে পারে। সাধারণত সিকোয়েন্সিং করে এটা শনাক্ত করা যায়।
করোনাভাইরাসের আগের ধরনগুলোয় আক্রান্ত হলে স্বাদ বা গন্ধ চলে যাওয়া, কাশি এবং উচ্চ তাপমাত্রার জ্বর যেমন হতো অমিক্রনের ক্ষেত্রেও এই তিনটি প্রধান লক্ষণ বিদ্যমান রয়েছে।
চিকিৎসকরা বলছেন, অমিক্রনে আক্রান্ত হলে অনেক সময় হালকা ঠাণ্ডা বা সাধারণ অসুস্থতার মতো ঘটনা ছাড়াও বুকের ওপরের অংশে ব্যথা, মাথা ব্যথা, জ্বর, গলা শুকিয়ে যাওয়ার অনুভূতি, শরীরে ব্যথা ও ক্লান্ত লাগার মতো উপসর্গ দেখা দিতে পারে। সূত্র-বিবিসি