বাঘারপাড়া প্রতিনিধি।।
যশোরের বাঘারপাড়া উপজেলার চাড়াভিটায় যাত্রীবাহী বাসের চাঁপায় দাদা ও নাতি আহত হয়েছে। দূর্ঘটনায় নিহত হয়েছেন দাদা হাফিজুর রহমান(৫৫) ।
দূর্ঘটনাটি বাঘারপাড়া উপজেলার চাড়াভিটায় যশোর – নড়াইল সড়কে ঘটেছে।
নিহত হাফিজুর রহমান উপজেলার মহরণ গ্রামের মৃত রহমত উল্লাহর ছেলে।
স্থানীয় ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে নাতি রাফসান(৮) কে সাথে করে দাদা হাফিজুর বাইসাইকেল চালিয়ে পার্শ্ববর্তী গ্রাম পাকের আলী জামাই বাড়ি যাচ্ছিলেন। বাঘারপাড়ার চাড়াভিটা বাজারে যশোর-নড়াইল সড়কে পৌছালে নড়াইল থেকে ছেড়ে আসা একটি দ্রুতগামী যাত্রীবাহী বাস তাদের কে চাঁপা দেয়। এতে ঘটনাস্থলেই দাদা হাফিজুর রহমান মারা যান। গুরুতর আহত অবস্থায় নাতি রাফসান কে স্থানীয়রা উদ্ধার করে যশোর ২৫০ শয্যা হাসপাতালে পাঠিয়ে দেয়।
বাঘারপাড়া থানার অফিসার ইনচার্জ ফিরোজ উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, ঘাতক বাস টি আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।