1. bdtelegraph24@gmail.com : Bdtelegraph Bangla :
  2. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  3. islam.azizul93@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
শ্রমিক-কর্মচারীদের চিকিৎসা সেবায় শ্রমিক কল্যান হাসপাতালে এম্বুলেন্স দিলেন মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান - টেলিগ্রাফ বাংলাদেশ
বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ০১:১৭ অপরাহ্ন
শিরোনাম :

শ্রমিক-কর্মচারীদের চিকিৎসা সেবায় শ্রমিক কল্যান হাসপাতালে এম্বুলেন্স দিলেন মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২২
  • ১৩৮ জন খবরটি পড়েছেন

এম এ মোতালেব

মোংলা বন্দরে কর্মরত ষ্টিভিডরস শ্রমিক-কর্মচারীদের শ্রমিক কল্যান হাসপাতালে একটি এম্বুলেন্স দিয়েছেন বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় বন্দরের প্রশাসনিক ভবনের সামনে বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মোহাম্মদ মুসা মোংলা বন্দর শ্রমিক কল্যান হাসপাতাল ও মোংলা বন্দর শ্রমিক কর্মচারী সংঘের প্রতিনিধিদের হাতে এ এম্বুলেন্সের চাবি তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন বন্দর কর্তৃপক্ষের সদস্য (হারবার এন্ড মেরিন) কমডোর মোহাম্মদ আব্দুল ওয়াদুদ তরফদার, সদস্য (প্রকৌশল ও উন্নয়ন) মোঃ ইমতিয়াজ হোসেন, পরিচালক (প্রশাসন) মোঃ শাহীনুর আলম, হারবার মাস্টার কমান্ডার শেখ ফখরউদ্দীন, উপ-সচিব মোঃ মাকরুজ্জামান ও মোংলা বন্দর শ্রমিক কর্মচারী সংঘের সাধারণ সম্পাদক মোহাম্মদ ওমর ফারুক সেন্টু।মোংলা বন্দর শ্রমিক কর্মচারী সংঘের সাধারণ সম্পাদক ওমর ফারুক সেন্টু বলেন, এম্বুলেন্সটি পেয়ে আমাদের দীর্ঘদিনের দাবী ও প্রত্যাশা পূরণ হয়েছে।

উপহার দেওয়া এ্যাম্লুলেন্সটি

এজন্য কর্তৃপক্ষকে সকল শ্রমিক ও কর্মচারীদের পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। তিনি আরো বলেন, আমাদের আরেকটি দাবী রয়েছে, সেটি হলো নদী পথে অসুস্থ শ্রমিক কর্মচারীদের দ্রুত চিকিৎসা সেবা নিশ্চিতে রিভার শিপ প্রয়োজন। যেটি দেয়ার জন্য অনেকে আগেই কর্তৃপক্ষের সিদ্ধান্ত হয়ে আছে।

মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মোহাম্মদ মুসা বলেন, বন্দরে কর্মরত শ্রমিক-কর্মচারীদের সার্বক্ষণিক চিকিৎসা সেবা নিশ্চিতের জন্য তাদের শ্রমিক কল্যান হাসপাতালে বৃহস্পতিবার একটি এম্বুলেন্স হস্তান্তর করা হয়েছে। প্রায় ৪২ লাখ টাকা দিয়ে এ এম্বুলেন্সটি কিনে দেয়া হয়েছে।

এছাড়া শ্রমিক- কর্মচারীদের দাবী ও প্রয়োজনীয়তায় তাদের জন্য একটি রিভার শিপ দেয়ার পরিকল্পনাও রয়েছে আমাদের। কারণ শ্রমিক-কর্মচারীরাই তো এ বন্দরের প্রাণ। তাদের জন্য সকল সময়ই আমরা প্রয়োজনীয় সহযোগীতা দিয়ে আসছি, ভবিষ্যতেও এ সহায়তা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ!

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2024
Theme Customized By BreakingNews