1. bdtelegraph24@gmail.com : Bdtelegraph Bangla :
  2. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  3. islam.azizul93@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
ছেলের সামনে গুলিতে নিহত আওয়ামীলীগ নেতা হত্যার ২৪ ঘন্টায়ও মামলা হয়নি - টেলিগ্রাফ বাংলাদেশ
বুধবার, ১২ মার্চ ২০২৫, ০৫:৫৮ অপরাহ্ন

ছেলের সামনে গুলিতে নিহত আওয়ামীলীগ নেতা হত্যার ২৪ ঘন্টায়ও মামলা হয়নি

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২২
  • ২০৯ জন খবরটি পড়েছেন

ভেড়ামারা উপজেলার চাঁদগ্রামে গুলিতে নিহত আওয়ামী লীগ নেতা সিদ্দিকুর রহমানের ছোট ছেলে এসএসসি পরীক্ষার্থী মোহাম্মদ মুজাহিদ বাবাকে গুলি করার প্রত্যক্ষদর্শী ।

ঘটনার বর্ণনা দিয়ে মুজাহিদ বলে, ‘আমার কাকুরা (চাচা) বাড়ির সামনে মাঠে ঘাস কাটছিল। ওরা (প্রতিপক্ষ) কাকুদের মারে। এ সময় পাশেই আমার আব্বু খেতে কাজ করছিলেন। কাকুদের মারার খবর শুনে আমি আব্বুর কাছে যাই। আমার চোখের সামনেই আব্বুকে গুলি করল ওরা। ওরা ২০-২৫ জন ছিল। সবার হাতেই অস্ত্র ছিল।

এই হত্যার ঘটনাটি ২৪ ঘণ্টা অতিবাহিত হওয়ার পরেও এখনো কোন মামলা ভেড়ামারা থানায় এন্ট্রি হয়নি ও কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেননি বলে ‘আমাদের সময় ডটকম’কে ভেড়ামারা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান শনিবার (১৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার সময় নিশ্চিত করেন।

এদিকে, হত্যাকারীদের ধরতে পুলিশকে ২৪ ঘণ্টা সময় বেঁধে দিয়েছে উপজেলা আওয়ামী লীগ। শুক্রবার সন্ধ্যায় ভেড়ামারা প্রেসক্লাবের সামনে উপজেলা আওয়ামী লীগের নেতা–কর্মীরা লাশ সামনে রেখে বিক্ষোভ করেন।

নিহত সিদ্দিকুরের স্ত্রী আফরোজা খাতুন বলেন, ‘আমার স্বামীকে তপন চেয়ারম্যান (চাঁদগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান) নিজে অস্ত্রপাতি দিই গুলি করি মাইরিচে। ও ভালো না। ও দাঁড়া থাকি গুলি করাল আমাক স্বামীক। আমি তাঁর ফাঁসি চাই।’

চাঁদগ্রাম ইউপি চেয়ারম্যান আবদুল হাফিজ তপন জাসদের রাজনীতি করেন। তাঁর আপন ভাই আবদুল আলীম স্বপন কুষ্টিয়া জেলা জাসদের সাধারণ সম্পাদক। অভিযোগের বিষয়ে জানতে চাইলে আবদুল হাফিজ তপন বলেন, ‘এটা শিখিয়ে দেওয়া কথা। তারা যেটা করছে, এটা রাজনৈতিক হীন মানসিকতা। এগুলো বললে হত্যার প্রকৃত বিষয়ের মোড় ঘুরে যাবে।’

চাদগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান, উপজেলা যুব জোটের সভাপতি ও ইউনিয়ন জাসদের সভাপতি মো. আব্দুল হাফিজ তপন বলেন, আমার বিরুদ্ধে মিথ্যাচার করা হচ্ছে। তাদের অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন।

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান  বলেন, ভেড়ামারা চাঁদগ্রাম ইউনিয়নের চড়পাড়ায় সিদ্দিক মন্ডল মাঠে ঘাস কাটা্র সময় দুর্বৃত্তরা এসে সিদ্দিক মন্ডলসহ ৫ জনকে এলোপাতারি গুলি করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা গুলিবিদ্ধদের উদ্ধার করে ভেড়ামারা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তবরত চিকিৎসক সিদ্দিক মন্ডলকে মৃত ঘোষণা করেন। গুলিবিদ্ধ অন্যান্য আহতরা হলেন চাঁদগ্রামের ওমর মন্ডলের ছেলে ইউনুছ মন্ডল (৪৬), খাল্লেক মন্ডল (৪৪) ও বাদশা মন্ডল (৪৪) ও কোব্বাত মন্ডল নিহতের আপন ভাইসহ ৪ জন আহতদের ভেড়ামারা ও কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

তিনি জানান, দীর্ঘদিন ধরে মন্ডল বংশ ও মালিথা বংশের মধ্যে বিবাদ হয়ে আসছে। ধারণা করা হচ্ছে পুর্বশত্রুতার জেরে এই হত্যার ঘটনা ঘটতে পারে। এছাড়াও অভিযোগ উঠেছে এ হত্যাকাণ্ডের সাথে জাসদের নেতাকর্মীরা জড়িত আছে বলে নিহত সিদ্দিক মন্ডলের

পরিবারের পক্ষ থেকে এবং স্থানীয় আওয়ামী লীগের নেতা কর্মীরা দাবি করছেন। বিষয়টি তদন্ত করা হচ্ছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2024
Theme Customized By BreakingNews