1. bdtelegraph24@gmail.com : Bdtelegraph Bangla :
  2. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  3. islam.azizul93@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
বাঘারপাড়ায় চাঁদা দাবি ও মারপিটের অভিযোগে ৭ জনের নামে মামলা, আটক ৩ - টেলিগ্রাফ বাংলাদেশ
বুধবার, ১২ মার্চ ২০২৫, ০৫:৪৭ অপরাহ্ন

বাঘারপাড়ায় চাঁদা দাবি ও মারপিটের অভিযোগে ৭ জনের নামে মামলা, আটক ৩

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২২
  • ৪১৩ জন খবরটি পড়েছেন

নিজস্ব প্রতিবেদক।।

যশোরের বাঘারপাড়ায় ক্যাবল নেটওয়ার্ক ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি ও তার কর্মীদের মারপিটসহ একাধিক অভিযোগে ৭ জনের নামে মামলা হয়েছে। এঘটনায় ইউপি চেয়ারম্যানের ছেলেসহ ৩ জনকে আটক করেছে থানা পুলিশ।

চাড়াভিটা বাজারের সাজ ক্যাবল নেটওয়ার্কের মালিক আব্দুল লতিফ খানের ছেলে সবুজ খান বাদী হয়ে শনিবার বাঘারপাড়া থানায় এ মামলা করেন।

আটককৃতরা হচ্ছেন- উপজেলার বাসুয়াড়ি ইউপি চেয়ারম্যান আমিনুর রহমান সর্দারের ছেলে কুতুব উদ্দিন, দেবিনগর গ্রামের ভূদেব চন্দ্র রায়ের ছেলে সুজন রায় ও পাকেরালী গ্রামের জামাল গাজীর ছেলে টুটুল গাজী ।

এজাহারে বাদী অভিযোগ করেছেন , বাঘারপাড়া উপজেলার বাসুয়াড়ি ইউনিয়নের চাড়াভিটা বাজার এলাকায় ১৫-১৬ বছর ধরে সাজ ক্যাবল নেটওয়ার্ক নামে ডিসলাইনের ব্যবসা করছেন সবুজ খান। বিভিন্ন সময়ে আসামী কুতুব উদ্দীনসহ তার বাহিনী চাঁদা দাবি করে আসছিল। চাঁদা না দেয়ায় পাকেরআলী, দেবিনগর, মাহমুদপুর বাজারসহ বেশ কিছু এলাকার সংযোগ দেওয়া ডিস লাইনের দুই লক্ষাধিক টাকার তার কেটে ক্ষতিসাধন করে। এ ঘটনার প্রতিবাদ করলে সর্বশেষ শনিবার সকালে তার (বাদীর) কর্মী বিল্লাল, তুহিন, রিকো, মুস্তাইনকে মারপিট করে আসামীরা।

বাঘারপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ফিরোজ উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ক্যাবল ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি ও মারপিটের ঘটনায় শনিবার বিকেলে চাড়াভিটা বাজারে অভিযান চালিয়ে বাসুয়াড়ি ইউপি চেয়ারম্যানের ছেলেসহ ৩ জনকে আটক করা হয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2024
Theme Customized By BreakingNews