মাদারীপুর প্রতিনিধি
র্যাব-৮, সিপিসি-৩, মাদারীপুর ক্যাম্প অভিযান চালিয়ে মাদারীপুর সদর উপজেলার বাহেরচর কাতলা এলাকা থেকে বিদেশী মদসহ এক যুবক আটক করেছে।
র্যাব-৮, সিপিসি-৩ মাদারীপুর ক্যাম্প মঙ্গলবার প্রেস রিলিসের মাধ্যমে জানান, র্যাব-৮, সিপিসি-৩ মাদারীপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল কোম্পানী অধিনায়ক স্কোয়াড্রন লীডার মোহাম্মদ সাদেকুল ইসলাম এর নেতৃত্বে সোমবার (২১ ফেব্রুয়ারি) রাতে মাদারীপুর সদর উপজেলার বাহেরচর কাতলা এলাকার বাবনাতলা মোড় থেকে বিদেশী মদসহ উজ্জল মুন্সীকে (২০) আটক করেছে। তিনি ঐ এলাকার মো. আলমগীর মুন্সির ছেলে।
আটক উজ্জল মুন্সির কাছ থেকে ২ লিটার বিদেশী মদ, ১টি মোবাইল, ১টি সীমকার্ড এবং মাদক বিক্রির নগদ ২ হাজার টাকা উদ্ধার করা হয়।
র্যাব আরো জানান, তিনি একজন পেশাদার মাদক ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে মাদারীপুর জেলার বিভিন্ন এলাকায় বিদেশীমদসহ বিভিন্ন ধরণের অবৈধ মাদকদ্রব্য কেনা বেচার কার্যক্রম চালিয়ে আসছে।
আটককে উদ্ধার করা বিদেশী মদ ও অন্যান্য আলামতসহ মাদারীপুর সদর মডেল থানায় হস্তান্তর করা হয়। এ বিষয়ে মাদক মামলা দায়ের করা হয়েছে।