বাঘারপাড়া প্রিতিনিধি।।
যশোরের বাঘারপাড়া থেকে ট্রাকসহ ৪৫০ বস্তা চোরাই সিমেন্ট উদ্ধার করেছে পুলিশ। এসময় জড়িত থাকার অভিযোগে ৫ জনকে আটক করা হয়।
সোমবার (৭ মার্চ) সকালে এক প্রেস ব্রিফিংয়ে কালীগঞ্জ থানায় ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সূপার (সদর সার্কেল) আবুল বাশার জানান, ২৮ ফেব্রুয়ারি সকাল ১০টায় সেভেন রিংস সিমেন্ট কোম্পানীর কারখানা থেকে ট্রাকে ৪৫০ বস্তা সিমেন্ট ভর্তি ট্রাক ডিওসহ রওনা দেয়। সময় মত কালীগঞ্জে সিমেন্ট না আসায় চালকের কাছে ফোন দেন মালিক।
কিন্তু তার ফোন বন্ধ পাওয়ায় কোম্পানী কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হলে তারা জানান, যথাসময়ে সিমেন্ট ভর্তি ট্রাক ছেড়ে গেছে।
পরে ৫ মার্চ সেভেন রিংস ডিলারের পক্ষ থেকে কোম্পানীর টেরিটরি সেলস অফিসার সেরাজুল বাদি হয়ে কালীগঞ্জ থানায় মামলা করেন। মামলার তদন্তভার দেয়া হয় ঝিনাইদহ সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলে।
রোববার( ৬ মার্চ) রাতে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই খালিদ হাসান সঙ্গীয় ফোর্স নিয়ে যশোরের খাজুরা বাসস্টান্ড থেকে ট্রাকসহ ৫ জনকে আটক করে । তাদের স্বীকারোক্তিতে জেলার বাঘারপাড়ার তেলকুপ বাজার থেকে ৪৫০ বস্তা সিমেন্ট উদ্ধার করা হয়।