বুড়িচং প্রতিনিধি।।
কুমিল্লার বুড়িচংয়ের নাজিরা বাজার এলাকায় বাস চাপায় মো. দিদার হোসেন(৫০)নামে এক অবসরপ্রাপ্ত সেনা সদস্য নিহত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০ টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের নাজিরা বাজার এলাকায় যাত্রীবাহী তিশা বাসের চাপায় এ দূর্ঘটনা ঘটে।
নিহত সেনা সদস্যের নাম মো. দিদার হোসেন(৫০)। তিনি কুমিল্লা ক্যান্টমেন্ট মার্কেটের হক সুইটস এর ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলাল উদ্দীন জাহাঙ্গীর।
স্থানীয়দের বরাতে তিনি জানান, নিহত অবসর প্রাপ্ত সেনা সদস্য (সার্জেন্ট) দিদার হোসেন বুড়িচং উপজেলার ময়নামতি ইউপির করিমাবাদ এলাকার বাসিন্দা। সকালে তিনি মোটরসাইকেল যোগে বাড়ী থেকে ক্যান্টনমেন্টের দিকে যাচ্ছিলেন। পেছন থেকে আসা একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলটিকে চাপা দিলে মোটরসাইকেল আরোহী দিদার হোসেন ছিটকে বাসের চাকার নীচে পড়ে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার পর বাসের চালক ও হেলপার পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে বাস ও দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটি জব্দ করে থানায় নিয়ে যাওয়া হয়েছে।