শালিখা প্রতিনিধি।।
শালিখা উপজেলা পরিষদে নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে মুক্তিযোদ্ধাদের সম্মানে দুটি চেয়ার স্থাপন করা হয়েছে।বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্ম বার্ষিকী অর্থবহ করে তুলতে শুক্রবার সংরক্ষিত চেয়ারের উদ্বোধন শালিখা উপজেলা পরিষদ চেয়ারম্যান এড. কামাল হোসেন ও উপজেলা নির্বাহী অফিসার তারিফ-উল-হাসান।
শালিখা উপজেলা পরিষদ চেয়ারম্যান এড. কামাল হোসেন বলেন, জাতির শ্রেষ্ট সন্তান বীর মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান প্রদর্শন করতে এ চেযার স্থাপন করা হয়েছে। যদিও মুক্তিযোদ্ধাদের প্রতি এ সম্মান প্রদর্শন যথেষ্ট নয়। তবুও চেষ্টা করা হয়েছে।
শালিখা উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিফ-উল-হাসান বলেন, মুক্তিযোদ্ধারা তার কার্যালয়ে কোন সেবা নিতে আসলে এই সংরক্ষিত চেয়ারে আসন গ্রহণ করবেন। এখন থেকে চেয়ার দুটি মুক্তিযোদ্ধাদের জন্যেই সংরক্ষিত থাকবে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শালিখা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমাণ্ডার আবুবক্কার মাষ্টার, শালিখা প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফারুক আহমেদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা ।