মাদারীপুর প্রতিনিধি।।
জেলার রাজৈরে জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে ১ জন নিহত হয়েছেন। মঙ্গলবার (২২ মার্চ) দিবাগত রাত আড়াইটার দিকে ঢাকা মেডিক্যাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহত জাহাঙ্গীর শেখ (৪৫) হরিদাসী মহেন্দ্রদী ইউনিয়নের মহেন্দ্রদী গ্রামের বাসিন্দা।
স্থানীয় এবং পুলিশ জানায় , এদিন সকাল ১০টার দিকে হরিদাসী মহেন্দ্রদী ইউনিয়নের মহেন্দ্রদী গ্রামে একটি জমির দখলকে কেন্দ্র করে খলিল শিকদার ও ছত্তার শেখের লোকেরা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।
হামলায় নারীসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। তাদের রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এর মধ্যে জাহাঙ্গীর শেখ নামে এক ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক হওয়ার তাকে ঢাকায় পাঠানো হলে, তিনি গতকাল মধ্যরাতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সাদিক বুধবার (২৩ মার্চ) সকালে বিষয়টি নিশ্চিত করে জানান, হামলার ঘটনায় নিহতের পরিবার এখনো মামলা দায়ের করেনি। এ ব্যাপারে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে বলে তিনি জানান ।