যশোর প্রতিনিধি।।
মায়ের চিকিৎসা করাতে যশোরে এসে নিখোঁজ হওয়ার ৩ দিন পরে মফিজুর রহমান (৬৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ । এঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।
নিহত মফিজুর রহমান ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার আড়পাড়া গ্রামের বাসিন্দা।
আজ শনিবার (০২ এপ্রিল) দুপুরে শহরের পঙ্গু হাসপাতালের গ্রাউন্টফ্লর থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। এঘটনায় হাসপাতালের ম্যানেজারসহ তিনজনকে আটক করা হয়েছে।
নিহতের স্বজনরা জানান, গত ৩১ মার্চ মফিজুর রহমানের মা আছিয়া বেগম পড়ে গেলে তার পা ভেঙে যায়। তাকে চিকিৎসার জন্য যশোর পঙ্গু হাসাপতালে ভর্তি করা হয়। ওই দিন দুপুরে মফিজুর নিখোঁজ হন। এরপর থেকে তাকে আর পাওয়া যায়নি। আজ তার লাশ উদ্ধার হয়েছে। তার গলা নিচে ও বুকের উপরের দিকে কোপানো হয়েছে।
যশোর চাঁচড়া ফাড়ি পুলিশের ইনচার্জ আকিকুল ইসলাম জানান, খবর পেয়ে আজ শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে লাশটি উদ্ধার করা হয়েছে। তিনদিন থেকে তিনি নিখোঁজ ছিলেন।
তিনি আরো জানান, এই ঘটনায় হাসপাতালটির ম্যানেজার আতিয়ার রহমান এবং দুই লিফটম্যান জাহিদ গাজী ও আব্দুর রহমানকে আটক করা হয়েছে।