চৌগাছা প্রতিনিধি।।
যশোর জেলার চৌগাছা মাঠ থেকে ভাড়ায় মোটরসাইকেল চালকের গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত কাইয়ুম আলী তরফদার (৫৫) যশোর সদরের হৈবতপুর ইউনিয়নের তীরেরহাট কাদিরপাড়া গ্রামের মৃত ইসমাইল তরফদারের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, এলাকাবাসী আজ সকাল ৮ টার দিকে উপজেলার ফুলসারা ইউনিয়নের সৈয়দপুর গ্রামের সৈয়দপুর-বারীনগরগামী পাকা রাস্তার পাশে জমিতে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে যশোর ২৫০ শয্যা হাসপাতাল মর্গে পাঠায়।
পরে খোঁজ-খবর নিয়ে পুলিশ নিহত ব্যক্তির নাম কাইয়ুম আলী বলে জানতে পারেন। পুলিশ জানান, প্রাথমিকভাবে দেখা যায় তাকে গলা কেটে খুন করা হয়েছে।
নিতের স্ত্রী জানান, ইফতারের পর তিনি বাড়ি হতে পাঁচ শত টাকা নিয়ে গাড়িতে তেল ভরতে যাওয়ার কথা বলে বের হন। রাতে তিনি আর বাড়ি ফেরেননি। সর্বশেষ তার জামাই মুন্নার সাথে রাত ১০ টার দিকে মোবাইলে কথা হয়। সেহরি খেতে উঠে দেখেন তিনি বাড়ি ফেরেননি। পরে সকালে লোক মুখে জানতে পারেন আমার স্বামীকে গলা কাটা অবস্থায় সৈয়দপুর মাঠে পড়ে আছে।
চৌগাছা থানার ওসি সাইফুল ইসলাম সবুজ বিষয় টি নিশ্চিত করে বলেন, ধারনা করা হচ্ছে মোটর সাইকেল ছিনতাইকারীরা এ হত্যাকান্ড ঘটিয়েছে।