অনাথ মণ্ডল, শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি।।
সাতক্ষীরার শ্যামনগরে সড়ক দুর্ঘটনায় এক মাদ্রাসা ছাত্রী নিহত ও এক ছাত্র আহত হয়েছে। ১৪ই এপ্রিল বৃহস্পতিবার সকাল আনুমানিক ৭.৩০ মিনিটে শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের শ্রীফলকাটি কালভার্ট এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।
মৃত ব্যক্তি হলেন, শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালীনি ইউনিয়নের ভামিয়া পোড়াকাটলা গ্রামের সাইফুল ইসলাম এর কন্যা জামিলা আক্তার মিম (১২)।
মিম ও তার খালা বাজার করে গাড়ি থেকে শ্রীফলকাটি কালভার্টের ওখানে এসে নামে এবং সাথে সাথে দ্রুতগামী একটি লরি এসে চাপা দেয় জামিলা আক্তার মিম কে এবং ঘটনাস্থলে মারা যান বলে জানান স্থানীয়রা। একই সাথে লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে গেলে ড্রাইভার আবুবক্কার সিদ্দিকী বাবু গুরুতর আহত হয়।
আহত ব্যক্তি হলেন বংশিপুর গ্রামের মোঃ আইয়ুব আলীর পুত্র আবুবক্কার সিদ্দিকী বাবু।
আহত মিম ও বাবুকে শ্যামনগর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মিম কে মৃত ঘোষণা করেন এবং বাবুকে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে্ন।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ কাজী ওয়াহিদ মুর্শেদ বলেন,এ ঘটনায় শ্যামনগর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।