1. bdtelegraph24@gmail.com : Bdtelegraph Bangla :
  2. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  3. islam.azizul93@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
দেবহাটায় ধর্ষণের শিকার যুবতী দশ মাসের অন্ত:স্বত্তা - টেলিগ্রাফ বাংলাদেশ
শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ০৬:১৬ অপরাহ্ন
শিরোনাম :
অভয়নগরে ওয়ার্ড বিএনপির উদ্যোগে ইফতার  বিতরণ  শ্যামনগরে ডাকাতির প্রস্তুতিকালে সেনাবাহিনীর হাতে আটক-৩ সুন্দরবনের গাছের ডাল থেকে এক বৃদ্ধাকে উদ্ধার করলো দুই জেলে অভয়নগরে সহপাঠির সাথে মারামারি,মাদ্রাসা ছাত্রের আত্মহত্যা মাগুরায় শিশু ধর্ষনে অভিযুক্তদের বাড়ি ভাঙচুর ও আগুন দিলো ক্ষুব্ধ জনতা কালীগঞ্জে পরিষদে ৩ যুবককে পেটানো চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন বাঘারপাড়ায় বিএনপির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত আজ ঢাকায় আসছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বিচার শুরুর আগেই না ফেরার দেশে মাগুরায় ধর্ষিতা সেই শিশুটি চট্টগ্রামে বাস চাপায় অটোরিকশার ভাই-বোনসহ তিনজন নিহত

দেবহাটায় ধর্ষণের শিকার যুবতী দশ মাসের অন্ত:স্বত্তা

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১৪ মে, ২০২২
  • ২২৫ জন খবরটি পড়েছেন

দেবহাটা (সাতক্ষীরা)প্রতিনিধি।।

দেবহাটায় দুই নরপশুর লালসার শিকার হয়ে এক যুবতী অন্ত:স্বত্তা হয়েছে। প্রশ্ন হচ্ছে তার সম্ভাব্য সন্তানের দায় কে নিবে?
ঘটনাটি ঘটেছে দেবহাটা উপজেলার পারুলিয়া ইউনিয়নের এক গ্রামে।

ভুক্তভোগী যুবতী সাংবাদিকদের বলেন, আনুমানিক দশ মাস আগে খালার বাড়ি থেকে বাড়ি ফেরার পথে সন্ধ্যার সময় দক্ষিণ কোমরপুর গ্রামের রউফ সরদারের ছেলে হাসান (২৮) ও একই এলাকার হবিবার সরদারের ছেলে লিটন (২৮) আমাকে দক্ষিণ কোমরপুর রাস্তার বালি গাদার আড়ালে নিয়ে জোরপূর্বক শারিরীক সম্পর্ক করে। এ ব্যাপারে তারা কাউকে কিছু না বলার জন্য আমাকে ভয় দেখায়। বর্তমানে আমি দশ মাসের অন্ত:স্বত্তা। আমার অন্ত:স্বত্তার জন্য ওই দুই জনের যেকোন একজন দায়ী।

এ ব্যাপারে মেয়ের বাবা জানান, আমার মেয়ে ছোট বেলা থেকে একটু বোকা টাইপের (কোলে হাবলা)। এই সমস্ত ঘটনা আমরা কিছুই জানতাম না।গেল রমজানে মেয়ের শারিরীক পরিবর্তন দেখে আমরা তার অন্ত:স্বত্তার বিষয়টি জানতে পারি, তখন ঘটনা সম্পর্কে মেয়ের কাছে জানতে চাইলে সে হাসান ও লিটনের নাম বলে। আমি তাৎক্ষণিক কোন উপায় না পেয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে আল্ট্রাসনোগ্রাম করি।

মেয়েটির বাবা আরও বলেন, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের ডা: সুতপা চ্যাটার্জী ১১( মে) আমার মেয়ের সম্ভাব্য ডেলিভারীর তারিখ সম্বলিত রিপোর্ট প্রদান করেন।
এ ব্যাপারে মেয়ের ওই এলাকার ইউপি সদস্য আব্দুল আলিম জানান, ঘটনাটি আমি শুনেছি, মেয়েটি অসহায়। যারা এই অপরাধের সাথে জড়িত আমি তাদের সঠিক তদন্তপূর্বক বিচার দাবি করছি।

ইউপি সদস্য ফরহাদ হোসেন হিরা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, যেহেতু ঘটনার জন্য দুই জনের নাম এসেছে, বাচ্চা ডেলিভারীর পরে ডিএনএ টেস্ট করে প্রকৃত দোষী নির্ধারণ করে ব্যবস্থা গ্রহণের দাবী জানান।
অভিযুক্ত হাসানের কাছে জানতে চাইলে, তিনি ঘটনা অস্বীকার করে বলেন, ডিএনএ টেস্ট করে যদি আমি দোষী হই তাহলে মেনে নেব। অভিযুক্ত লিটনের সাথে যোগাযোগ করা সম্ভব না হলেও তার বাবা জানান, ঘটনাটি আমি শুনেছি তবে আমার ছেলে জানিয়েছে সে কিছু জানেনা।

এলাকাবাসী প্রশাসনকে স্বপ্রদোনিত হয়ে এই অসহায় পরিবারটির পাশে সাহায্যের হাত বাড়ানোসহ দোষীদের বিরুদ্ধে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের দাবী জানিয়েছেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2024
Theme Customized By BreakingNews