নারী অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশীপ ফুটবলে প্রাপ্তির পূর্ণতায় ভাসলো বাংলাদেশ দল। এর আগে ২০১৮ ও ২০২১ সালেও চ্যাম্পিয়ন হয়েছিলো লাল- সবুজের দেশ।
এই আসরে গ্রুপ পর্বের খেলায় নেপাল ও ভারতকে হারিয়েছিলো বাংলাদেশের মেয়েরা। এবার ফাইনালেও নেপালকে হারিয়ে শিরোপা ঘরে তুললো বাংলাদেশ।
বৃহস্পতিবার বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্টেডিয়ামে ফাইনাল খেলায় নেপালকে ৩-০ গোলে হারিয়ে এ কৃতিত্ব অর্জন করে বাংলাদেশ দল।