এ আর রাকিবুল হাসান, কুড়িগ্রাম।
ক্রিয়ায় শক্তি ক্রিয়ায় বল মাদক ছেড়ে খেলার মাঠে চল। মাদককে না বলি মাদক মুক্ত সমাজ গড়ি। এই প্রতিপাদ্যকে চলমান করার লক্ষ্যে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নুনখাওয়া হাইস্কুল মাঠে শনিবার (২৫শে ফেব্রুয়ারি ) দুপুরে আব্দুল্লাহ আইমান প্রীতি ফুটবল ম্যাচ ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
উক্ত খেলায় যে ২টি দল অংশগ্রহণ করেন, কে আর বয়েজ ষ্পর্টিং ক্লাব, লালবাগ ঢাকা বনাম নাগেশ্বরী ফুটবল একাডেমি। খেলা দেখতে ভীড় জমায় নারী, পুরুষ, শিশু, কিশোর, কিশোরী, বৃদ্ধাসহ হাজার হাজার দর্শকরা। ৫-০ গোলে নাগেশ্বরী একাডেমী বিজয় লাভ করেন। পরে খেলা শেষে খেলোয়াদের ক্রেষ্ট সম্মান প্রদান ও বিজয়ী ও রানার্সআপ দলকে পুরুষ্কার বিতরণ করা হয়।
খেলায় সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন আমিনুল ইসলাম, চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামীলীগ নুন খাওয়া ইউনিয়ন। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব মো: মোস্তফা জামান উপজেলা চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামীলীগ নাগেশ্বরী উপজেলা। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নবীউল হাসান, অফিসার ইনচার্জ নাগেশ্বরী থানা, আশিকুর রহমান আশিক ওসি ডিবি পুলিশ কুড়িগ্রাম জেলা, মজিদ হক এএস আই, নাগেশ্বরী থানা, একরামুল হক (বুলবুল), মাসুদা ডেইজি সদস্য জেলা পরিষদ কুড়িগ্রাম, আমিনুল হক খন্দকার (বাচ্চু) সাবেক চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা ভিতরবন্দ পাবলিক লাইব্রেরী। মোল্লা হারুনুর রশিদ, হাবিবুল ইসলাম প্রধান শিক্ষক নুন খাওয়া উচ্চ বিদ্যালয় এবং আব্দুল কাদের ব্যাপারী সদস্য ৩নং ওয়ার্ড নুন খাওয়া ইউপি। সার্বিক সহযোগিতায় মো: তাজুল ইসলাম সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল নুন খাওয়া।
এই খেলার আয়োজন করেন আব্দুল আউয়াল লিয়ন প্রো: আইমান ট্রেডার্স ও সভাপতি নুন খাওয়া মডার্ণ কিন্ডার গার্ডেন, এন সিটি ক্রিকেট টিম নুন খাওয়া। উপদেষ্টা ভিতরবন্দ পাবলিক লাইব্রেরী সদস্য ওল্ড ঢাকা ইয়ুথ ফোরাম। পুরুষ্কার বিতরণ কালে আব্দুল আউয়াল লিয়ন বলেন যুব সমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে আমরা প্রতিনিয়ত বিভিন্ন খেলার দিকে ধাবিত করার চেষ্টা করছি।