কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখার বিলুপ্ত ছাত্রলীগের কমিটির তিন নেতাকে মারধরের ঘটনায় অভিযুক্ত স্থানীয় ছাত্রদল নেতা রনি মজুমদারকে না পেয়ে তার স্ত্রীকে আটক করে নিয়ে গেছে পুলিশ।
বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় সংলগ্ন সালমানপুর এলাকায় নিজ বাসা থেকে ছাত্রদল নেতার স্ত্রী সুমি আক্তারকে আটক করা হয়।
আটকের বিষয়ে সদর দক্ষিণ মডেল থানার ওসি দেবাশীষ চৌধুরী বলেন, আমরা জিজ্ঞাসাবাদের জন্য সুমিকে নিয়ে এসেছি।
এদিকে ছাত্রদল নেতার স্ত্রীকে আটকের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। তাকে আটকের প্রতিবাদে বিশ্ববিদ্যালয় সংলগ্ন দোকানগুলো এক সপ্তাহ বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন এলাকাবাসী।সূত্র- কাল বেলা