খাজুরা (যশোর) প্রতিনিধি.।
যশোরের বাঘারপাড়া উপজেলার খাজুরা সরকারি শহীদ সিরাজুদ্দীন হোসেন কলেজে অধ্যক্ষ হিসেবে যোগদান করেছেন প্রফেসর বিকাশ চন্দ্র রায়। বুধবার (১৫ নভেম্বর) সকালে নবাগত অধ্যক্ষকে ফুলেল শুভেচ্ছা জানান কলেজের শিক্ষক ও কর্মচারীরা।
প্রফেসর বিকাশ চন্দ্র রায় যশোর সরকারি সিটি কলেজের বাংলা বিভাগের প্রধান হিসেবে কর্মরত ছিলেন। সেখান থেকে অধ্যক্ষ পদে পদায়ন পেয়ে খাজুরা সরকারি শহীদ সিরাজুদ্দীন হোসেন কলেজে যোগদান করেন। খাজুরা শহীদ সিরাজুদ্দীন হোসেন কলেজ বেসরকারি থাকা অবস্থায় সর্বশেষ অধ্যক্ষ হিসেবে আব্দুর রাজ্জাক ২০২০ সালের ৩০ ডিসেম্বর অবসরে যান। ২০২১ সালের ১ জানুয়ারি থেকে ২০২৩ সালের ১৪ নভেম্বর পর্যন্ত কলেজের উপাধাক্ষ্য আমিনুর রহমান ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পালন করে আসছিলেন।
২০১৮ সালের ১০ সেপ্টেম্বর খাজুরা শহীদ সিরাজুদ্দীন হোসেন কলেজ বেসরকারি কলেজ থেকে সরকারিকরণের পরিপত্র জারি করা হয়। সরকারিকরণ হওয়ার পরও দীর্ঘ ২ বছর ১০ মাস অধ্যক্ষ পদটি শূন্য ছিল। মঙ্গলবার (১৪ নভেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ প্রফেসর বিকাশ চন্দ্র রায়কে অধ্যক্ষ হিসেবে কলেজটিতে পদায়ন সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেন।