যশোর প্রতিনিধি।
যশোরে আব্দুল মালেক নামের এক মাদ্রাসাশিক্ষকে মারপিটের পর পা কেটে দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে শহরের আরবপুর এলাকায় এ ঘটনা ঘটে। মুমুর্ষু অবস্থায় ওই মাদ্রাসা শিক্ষককে যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়।
আব্দুল মালেক উপশহর আলিম মাদ্রাসায় শিক্ষকতা করেন।
প্রত্যক্ষদর্শী মো. মফিজুর রহমান জানান, এশার নামাজ শেষে আব্দুল মালেক বাড়ি ফিরছিলেন। এসময় কয়েকজন যুবক এসে অস্ত্রের মুখে আব্দুল লতিফকে পাশের মাঠে নিয়ে যায়। সেখানে তাকে মারপিটের পর এলোপাথাড়ি কুপিয়ে জখম করে পালিয়ে যায়। এলাকায় চাঁদাবাজি প্রতিরোধ করায় সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে তাকে আঘাত করেছে।
যশোর সদর হাসপাতালের চিকিৎসক পার্থ প্রতিম জানান, আব্দুল মালেকের শরীরে একাধিক জখম রয়েছে। তবে তার দু’পায়ের অবস্থা খুবই খারাপ। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেওয়া হয়েছে।
যশোর কোতয়ালি থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, ঘটনা তদন্তে ও দোষীদের গ্রেপ্তারে ইতিমধ্যেই অভিযান শুরু করেছে পুলিশ।