বেনাপোল প্রতিনিধি।
পুলিশ যশোরের শার্শা উপজেলার বেনাপোলে কালভার্টের নিচ থেকে পরিত্যক্ত অবস্থায় চারটি তাজা ককটেল উদ্ধার করেছে ।
বৃহস্পতিবার (১১ জানুয়ারি) বাইপাস সড়ক থেকে এ ককটেলগুলো উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, স্থানীয়রা স্কচটেপ মোড়ানো চারটি ককটেল পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে ককটেলগুলো উদ্ধার করেন।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন ভক্ত বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ককটেলগুলো উদ্ধার করে থানায় নিয়ে এসে পানিতে ভিজিয়ে রাখা হয়েছে। এঘটনায় জড়িত কাউকে পাওয়া যায়নি।