নওয়াপাড়া পৌর (যশোর) প্রতিনিধি।
অভয়নগরে কেক কাটা ও বর্ণাঢ্য র্যালির আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন এশিয়ান টিভির ১১তম বর্ষপূর্তি অনুষ্ঠান।
১১ পেরিয়ে ১২ তে পদার্পণ, সবার সাথে এশিয়ান টেলিভিশন, এই প্রতিপাদ্যকে সামনে রেখে রোববার সকালে নওয়াপাড়া প্রেসক্লাবে অভয়নগর প্রতিনিধি মো. রবিউল ইসলামের আয়োজনে এ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
অনুষ্ঠানে অভয়নগর প্রতিনিধি মো. রবিউল ইসলামের স লনায় এবং নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- যশোর-৪ আসনের সংসদ সদস্য এনামুল হক বাবুল।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নওয়াপাড়া পৌরসভার মেয়র সুশান্ত কুমার দাস, নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ে অধ্যক্ষ রবিউল হাসান, জেলা পরিষদের সদস্য আব্দুর রউফ মোল্লা, অভয়নগর থানার ওসি এসএম আকিকুল ইসলাম, নওয়াপাড়া প্রেসক্লাবের উপদেষ্টা এসএম ফারুক আহম্মেদ, এসএম আবিদ হাসান, নওয়াপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোজাফ্ফর আহম্মেদ, দৈনিক নওয়াপাড়া পত্রিকার সম্পাদক ও প্রকাশক সাজিদ হোসেন সুপ্ত, নওয়াপাড়া প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি কামরুল হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ জাহিদ মাসুদ তাজ, কোষাধ্যক্ষ মফিজুর রহমান, সাংবাদিক কল্যাণ ট্রাষ্টের সভাপতি খায়রুল বাসার প্রমুখ।
এসময় উপস্থিত সকল অতিথিবৃন্দ এশিয়ান টেলিভিশনের সাফল্য কামনা করেন। এর পূর্বে নওয়াপাড়া প্রেসক্লাবের সকল কর্মকর্তারা সংসদ সদস্য এনামুল হক বাবুলকে পুষ্প মাল্য দিয়ে বরণ করে নেন।